• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুখবন্ধ বোরকা নিষিদ্ধ জার্মানিতে!


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২৮, ২০১৭, ১২:৪০ পিএম
মুখবন্ধ বোরকা নিষিদ্ধ জার্মানিতে!

ঢাকা : সম্পূর্ণ মুখ ঢাকা বোরকা বা হিজাবের উপর আংশিক নিষেধাজ্ঞা অনুমোদন দিয়েছে জার্মানির পার্লামেন্টের নিম্ন কক্ষ।

গত ডিসেম্বরে মহিলাদের সম্পূর্ণ মুখ ঢাকা বোরকা আইনগতভাবে নিষিদ্ধ করার বিষয়টি উত্থাপন করেছিলেন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। এর ধারাবাহিকতায় পার্লামেন্টের নিম্ন কক্ষে বোরকায় আংশিক নিষেধাজ্ঞা অনুমোদিত হল।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী থমাস দে মেজিয়ার বলেন, এর মাধ্যমে অন্য সংস্কৃতির বিষয়ে জার্মানি ঠিক কতটা সহনশীলতা দেখাবে- তা সুনির্দিষ্ট করা হল।

এই নিষেধাজ্ঞা অনুযায়ী, সরকারী কর্মকর্তা, বিচারক এবং সেনাবাহিনীতে কর্মরত মুসলমান নারীরা কর্মক্ষেত্রে বোরকা ব্যাবহার করতে পারবেন না।

গত ২ বছরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ১০ লাখের বেশি মুসলমান অভিবাসী জার্মানিতে প্রবেশ করেছেন। এর মধ্যে থাকা মুসলমান নারীদের অনেকেই সম্পূর্ণ মুখ ঢাকা নেকাব বা বোরকা ব্যবহার করেন।

লাগাতার সন্ত্রাসী হামলার কারণে, জঙ্গিবাদ মোকাবেলায় ইউরোপের অন্যান্য দেশেও মুসলমানদের হিজাব বা বোরকার বিষয়ে বিতর্ক চলছে।

তবে বহু সংস্কৃতির ধারণায় বিশ্বাসী ইউরোপে মত প্রকাশের স্বাধীনতা এবং ভিন্নধর্মীয় অনুভূতির বিষয়ে শ্রদ্ধাশীলতার কারণে এতোদিন এ ধরনের নিয়ন্ত্রণের বিষয়ে ছাড় দিতে দেখা গেছে।

প্রসঙ্গত, জার্মানির পার্লামেন্টে বোরকা ব্যবহারে প্রথমবারের মতো আংশিক নিষেধাজ্ঞা জারি হলেও দেশটির প্রায় ১৬টি রাজ্যে শিক্ষকদের বোরকা ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল আগে থেকেই।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই

Wordbridge School
Link copied!