• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ৫০ জেলের কারাদণ্ড, ৪৫০ কেজি মা ইলিশ জব্দ


মুন্সীগঞ্জ প্রতিনিধি অক্টোবর ১৬, ২০১৭, ০৯:৪৩ এএম
মুন্সীগঞ্জে ৫০ জেলের কারাদণ্ড, ৪৫০ কেজি মা ইলিশ জব্দ

মুন্সীগঞ্জ: জেলার লৌহজং উপজেলা অংশের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৪৫০ কেজি মা ইলিশসহ ৫০ জেলেকে আটক করে তাদের প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত রবিবার রাত ১০টা থেকে সোমবার (১৬ অক্টোকর) সকাল ৮টা পর্যন্ত এই অভিযান চালায়।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেনের নেতৃত্ব অভিযানে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, সহকারী মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার, সম্প্রসারণ কর্মকর্তা রাসেল মোল্লা, মৎস্য অফিসের অফিস সহকারী সেলিম ইসলামসহ কোস্টগার্ড, নৌ-পুলিশের কর্মকর্তা ও সদস্যরা।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান জানান, পদ্মা নদীতে ১০ ঘণ্টা অভিযান চালিয়ে ৪৫০ কেজি মা ইলিশ এবং ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ৫০ জেলেকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে জব্দকৃত জাল পদ্মা নদীর পাড়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং মা ইলিশগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!