• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোছাদ্দেক হোসেনের একগুচ্ছ কবিতা


মোছাদ্দেক হোসেন অক্টোবর ১৩, ২০১৭, ০৫:০৬ পিএম
মোছাদ্দেক হোসেনের একগুচ্ছ কবিতা

এখনও পড়ে মনে

সারারাত ধরে বৃষ্টি
থেমেছিল সূর্য ওঠার পরে
ঘর হতে পা বাড়িয়ে আঙ্গিনার বুকে,
কাদা মাটির কোমল মমতায় 
একপা দু’পা করে 
পেয়ারা গাছটার কাছে,
দাঁড়াতেই -
চোখ পড়লো তোমার চোখে।
বকুল গাছটার নিচে
কি যেন ভাবছো দু’নয়নে
চেয়ে মোর দিকে
ইশারায় কি যেন বলিতে
দিলে দৌড় মিষ্টি হেসে।
ঘরে ফিরে জানালার পরে 
আকাশ মেঘের ছায়ে, 
আধো আলোর অস্পষ্টে 
দেখে চলি দু’জন দু’জনে ।
কত সময় গেছে চলে?
বুঝতে পারিনি-
সকাল গড়িয়ে দুপুর
বুঝেছি ঢের পরে,
আনমনে অবেলায় আজো সে ক্ষণ -
এখনও পড়ে মনে ।

 

মিথ্যে স্রোত

সহস্র জনের ভিড়
চলছে সকলে স্রোতের টানে
আমিও হাঁটছি সে পথে,
অশান্তির পথ - তবুও কেহ নেই থেমে ।
অন্যায় আর মিথ্যে- ভর করা স্বপ্নে সকলে
সবার কণ্ঠে একই ধ্বনি
ক্ষমতা আর লোভের হাতছানি ।
জুলুম বিবাদ হীনমন্যতা 
তোষামোদ খোশামোদ আর চতুরতা ।
কারো মাঝে নেই- সামান্য মানবতা
অসাধু অকাজে আবার - চলে সমঝোতা ।
আমিই সব সবই আমার
থেমে দাও পথ এগিয়ে যাবার
ভাবটা সবার এমন হবার ।
হাঁটছি এ কোন পথে ?
যে পথে নেই - কেউ আপন হতে
একজন খোঁচাতে ব্যস্ত - অন্যজনের পিছে ।
বিবেকের তাড়নায় থমকে দাঁড়াই,
এ যে মিথ্যে ‍স্রোত- ধ্বংস হবার
উন্মুক্ত সবাই মনুষত্ব হারার ।
চোখ খুলছে পিছু হঠবার 
ফেরালাম নিজেকে –
দেখছি - এ পথ অনেকটা জনশূন্য
জোর করে বলতে পারি – আমি হয়েছি ধন্য।
নেই গেঁড়াকল নেই বিদ্বেষ
নেই লোভ ‍আর নেই কোন ক্লেশ।
ভেবে দেখলুম- এ পথেই স্বস্তি
নেই ঝঞ্ঝাট আছে শান্তি।


ঝরা পাতা

ঝরা পাতার ন্যায় জীবন 
ছন্দ নেই আছে বিষাদ
নির্জীব নিষ্প্রাণ ।
বৃন্তে রস নেই ঝরে গেছে
সহসা উড়ায় ধূলার বুকে
আউলা বাতাসে ।
বিচ্ছিন্নতার বিরহে কাতর
মাকড়শার জালে ছেয়ে গেছে
অবহেলার ফুলদানিতে ।
শিরায় শিরায় বোনা স্বপ্নগুলো
ভীষণ অভিমানে কাঁদে
ভেঙ্গে পড়ে মরমরে ।
নিশ্চিহ্নে ভয় নেই শুধু অপেক্ষা
বিদায়ের সমাধিতে 
পিঁপড়েরা কবে বাসা বাঁধে ।


কবিতার খাতা

আজ তুমি আসবে
প্রতীক্ষা তোমার পথ চেয়ে
মুগ্ধ হয়ে উতলা মনে,
জোনাকির ঝিকিমিকি আলোয় 
আকাশ তারার ঘাটে।
মায়া ভরা রাত বুক ভরা আশা
জেগে আছি তোমার আশে
শুভময়ী পথযাত্রার আহবানে,
কিছু কথা কিছু গল্প কিছু গান 
আর কিছু কবিতা নিয়ে।
তোমায় নিয়ে স্বপ্ন কথা
বহুদূর পাশাপাশি হাঁটা
হৃদয়ে আঁকা রেখাচিত্রে,
গাঁদা গোলাপ বকুলের সাজে
মনসুতার আবেগী বাসরে।
অধরা সেই তুমি আসলে না
মন আঁধারের সঙ্গী হলো
জমানো কথারা হলো বেদনা,
গান হলো ঝড়া পাতা
আর বিরহ হলো কবিতার খাতা ।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!