• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘যুদ্ধাপরাধ বিচারের সূচনা করেন জাহানারা ইমাম’


নিজস্ব প্রতিবেদক জুন ২৬, ২০১৬, ০১:৫৬ পিএম
‘যুদ্ধাপরাধ বিচারের সূচনা করেন জাহানারা ইমাম’

কমরেড খালেকুজ্জামান বলেছেন, ‘যুদ্ধাপরাধের বিচারের সূচনা করেছিলেন জাহানারা ইমাম। যার ফলে দেশে এখন যুদ্ধাপরাধের বিচার হচ্ছে।’

তিনি বলেন, ‘এখন আমাদের কাজ হলো জামায়াত-শিবির নিষিদ্ধসহ মৌলবাদ-সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের পাশাপাশি মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করা।’

রোববার (২৬ জুন) সকালে শহীদ জননী জাহানারা ইমামের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে খালেকুজ্জামান এসব কথা বলেন।

খালেকুজ্জামান বলেন, ‘যারা পালাক্রমে দেশ পরিচালনা করছে তারা মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে কাজ করেছে। তাদের  দুর্নীতিগ্রস্ত, সংঘাতময় ও আদর্শহীন রাজনীতি দেশকে আজ চরম দুর্দশায় এনে দাঁড় করিয়েছে।’

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুমনের নেতৃত্বে জাহানারা ইমামের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, ঢাকা মহানগর নেতা জুলফিকার আলী, মাঈন উদ্দিন চৌধুরী, ইমরান হাবিব রুম, প্রকৌশলী শম্পা বসু প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!