• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘যেকোনো মূল্যে জঙ্গি দমন করবো’


গাইবান্ধা প্রতিনিধি আগস্ট ১৪, ২০১৬, ০৩:২৫ পিএম
‘যেকোনো মূল্যে জঙ্গি দমন করবো’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, যেকোনো মূল্যে দেশ থেকে জঙ্গি দমন করবো। দেশের মাদ্রাসাছাত্রীরাও আজ জঙ্গি প্রতিরোধে রাস্তায় নেমে এসেছে। আমরা দেশে আর কোনো জঙ্গির উত্থান হতে দেব না।

রোববার (১৪ আগস্ট) দুপুরে নবনির্মিত সাঘাটা থানা ভবন উদ্বোধনকালে জঙ্গিবিরোধী সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ১৯৭১ সালে দেশের জনগণ যেভাবে দেশকে স্বাধীন করেছে; সেভাবে জঙ্গিবাদ দমনেও দেশের মানুষ একত্রিত হয়েছে। দেশে আইএস বলে কিছু নেই। দেশীয় জেএমবি, হুজি, আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরাই নিজেদের আইএস বলে দাবি করছে। জনতা যেহেতু ঘুরে দাঁড়িয়েছে, তাই আমরা সফল হবোই।

গাইবান্ধার পুলিশ সুপার আশরাফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, রংপুর পুলিশ রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুস সামদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!