• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যেভাবে পর্নো দেখার অভ্যাস ত্যাগ করবেন (ভিডিও)


ধর্মচিন্তা ডেস্ক নভেম্বর ৬, ২০১৭, ১১:২৮ এএম
যেভাবে পর্নো দেখার অভ্যাস ত্যাগ করবেন (ভিডিও)

প্রতীকী ছবি

ঢাকা: বিশ্বে যুব সমাজের মধ্যে পর্নোগ্রাফির ভুত বেড়েই যাচ্ছে। আর এটা যেন সবার হাতের নাগালে পৌঁছে যায় তার জন্য ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করা হচ্ছে। কিন্তু, এটা যে মানব সমাজে কতটা খারাপ প্রভাব ফেলে তার উজ্জ্বল দৃষ্টান্ত জাপান। দেশটিতে যুব সমাজের মধ্যে যৌন সম্পর্কের আগ্রহ কমে গেছে। যার ফলে শিশু জন্মের হারও কমেছে যা নিয়ে উদ্বিগ্ন জাপান সরকার। 

আর ইসলাম ধর্মতো এটা কোনো ভাবেই সায় দেয় না। বরং পবিত্র কুরআনে বলা হয়েছে তোমরা তোমাদের যৌনাঙ্গকে হেফাজত (সংরক্ষণ করা বা প্রকাশ করো না)। কিন্তু, তা সত্ত্বেও অনেকেই এতে ঝুঁকে পড়ে এক সময় এর থেকে বের হতে চাইলেও, সম্ভব হয় না।

এ নিয়ে মার্কিন ইসলামী চিন্তাবিদ ওস্তাদ নুমান আলী খান তার লেকচারে বলেছেন, ‘এর থেকে বাঁচতে আমাদের নিজেদেরই চেষ্টা করতে হবে এবং খোদা ভিরুতা বাড়াতে হবে।’ এছাড়াও তিনি বেশ কিছু কার্যকর পরামর্শ দিয়েছেন, আমরা তা ভিডিওতে দেখবো-

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!