• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল


ধর্ম ডেস্ক জুন ১০, ২০১৬, ০৪:১৫ পিএম
রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল

রমজান মাসে পবিত্র কুরআন নাজিলের মধ্য দিয়ে মানুষের পথ নিদর্শক ও হেদায়ত পাঠানো হয়েছে। তাই এ মাসে রোজা পালন করা আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন। এ মাসে জান্নাতের দরজা উন্মুক্ত করে দেয়া হয়। আর বন্ধ করে দেয়া হয় জাহান্নামের দরজাগুলো। দুষ্ট শয়তানদের এ মাসে শৃঙ্খলাবদ্ধ করে দেয়া হয়। তাই এ মাসের গুরুত্ব অনেক। সে কারণে আমাদেরও উচিত এই মাসে আল্লাহর নৈকট্য লাভের আশায় গুরুত্বপূর্ণ কিছু আমল করা।

রমজান মাসের গুরুত্বপূর্ণ আমলগুলো হলো-
১. সিয়াম পালন করা : ইসলামের পাঁচটি রুকনের একটি রুকন হল সিয়াম। আর রমজান মাসে সিয়াম পালন করা ফরজ। সেজন্য রমজান মাসের প্রধান আমল হলো সুন্নাহ মোতাবেক সিয়াম পালন করা। মহান আল্লাহ বলেন-
فَمَن شَهِدَ مِنكُمُ ٱلشَّهۡرَ فَلۡيَصُمۡهُۖ

অর্থ : সুতরাং তোমাদের মধ্যে যে, মাসটিতে উপস্থিত হবে, সে যেন তাতে সিয়াম পালন করে। (সূরা আল-বাকারাহ : ১৮৫)

২. সময় মতো সালাত আদায় করা : সিয়াম পালনের সাথে সাথে সময় মতো নামাজ আদায় করার মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ সুগম হয়। কুরআন মাজীদে বলা হয়েছে,
إِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتۡ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ كِتَٰبٗا مَّوۡقُوتٗا

অর্থ : নিশ্চয় সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ। (সূরা নিসা : ১০৩)

৩. সহীহভাবে কুরআন শেখা : রমজান মাসে কুরআন অবতীর্ণ করা হয়েছে। এ মাসের অন্যতম আমল হলো সহীহভাবে কুরআন শেখা। আর কুরআন শিক্ষাকে ফরজ করা হয়েছে। কেননা কুরআনে বলা হয়েছে- ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِي خَلَقَ

অর্থ : পড় তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। (সূরা আলাক : ১)

৪. অপরকে কুরআন পড়া শেখানো : রমাদান মাস অপরকে কুরআন শেখানোর উত্তম সময়। এ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদেরকে কুরআন শিক্ষা দিতেন। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ

অর্থ: তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, যে নিজে কুরআন শিক্ষা করে ও অপরকে শিক্ষা দেয়। (সহীহ আল-বুখারী : ৫০২৭)

৫. সেহরি খাওয়া : সেহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে এবং সিয়াম পালনে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসে এসেছে-
السُّحُورُ أَكْلَةٌ بَرَكَةٌ فَلاَ تَدَعُوهُ ، وَلَوْ أَنْ يَجْرَعَ أَحَدُكُمْ جَرْعَةً مِنْ مَاءٍ ، فَإِنَّ اللَّهَ وَمَلاَئِكَتَهُ يُصَلُّونَ عَلَى الْمُتَسَحِّرِينَ

অর্থ : সেহরি হলো বরকতময় খাবার। তাই কখনো সেহরি খাওয়া বাদ দিয়ো না। এক ঢোক পানি পান করে হলেও সেহরি খেয়ে নাও। কেননা সেহরির খাবার গ্রহণকারীকে আল্লাহ তায়ালা ও তাঁর ফেরেশতারা স্মরণ করে থাকেন। (মুসনাদ আহমাদ : ১১১০১, সহীহ)

৬. সালাতুত তারাবিহ পড়া : সালাতুত তারাবিহ পড়া এ মাসের অন্যতম আমল। তারাবিহ পড়ার সময় তার হক আদায় করতে হবে। হাদিসে এসেছে-
مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

অর্থ : যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব হাসিলের আশায় রমজানে কিয়ামু রমাদান (সালাতুত তারাবিহ) আদায় করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়া হবে। (সহীহ আল-বুখারী : ২০০৯)

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!