• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ভবন থেকে পড়ে স্কুলছাত্রী নিহত


নিজস্ব প্রতিবেদক  অক্টোবর ৭, ২০১৬, ০৭:১১ পিএম
রাজধানীতে ভবন থেকে পড়ে স্কুলছাত্রী নিহত

রাজধানীর মহাখালীতে একটি বহুতল ভবনের সপ্তম তলা থেকে পড়ে আখি আক্তার ( ১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।  শুক্রবার (৭ অক্টোবর) বিকাল ৫টায় এ ঘটনা ঘটে।

নিহত আখি মাদারীপুর জেলার কালকিনী উপজেলার শিরিখান গ্রামে মৃত ফয়সাল আহমেদের মেয়ে। সে ঢাকার মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় ইউসেফ স্কুলে পাশে একটি বাসায় থাকতো এবং ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

এ বিষয়ে আখির ফুপাতো ভাই টিপু জানান, আখি তার দাদীর সঙ্গে মহাখালীর টিভি গেইটে অবস্থিত ফুপুর বাসায় বেড়াতে যায়। তার ফুপু  রোড নং-১৫ হাউস নং-১৬ এর ১৬ তলা ভবনের সপ্তম তলায় থাকে। সেখানে আখি খেলাধুলা করতে করতে বারান্দা দিয়ে নিচে পড়ে যায়। ওই বারান্দায় কোনও উঁচু রেলিং ছিল না।

তিনি আরও জানান, বিকাল ৫টায় আখিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেকে) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!