• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ৫১০ বোতল ফেনসিডিল জব্দ


নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ডিসেম্বর ২, ২০১৬, ০৩:৪৭ পিএম
রাজশাহীতে ৫১০ বোতল ফেনসিডিল জব্দ

রাজশাহী: রাজশাহী সীমান্তে ৫১০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়র (বিজিবি)। রাজশাহী শহর সংলগ্ন পদ্মার ৬০ বিঘা চর এলাকা থেকে ওই ফেনসিডিল জব্দ করে বিজিবির খানপুর ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত সোয়া ২টার দিকে ওই অভিযান চালানো হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার (২ ডিসেম্বর) সকালে রাজশাহী-১ বিজিবির অধিনায়ক সোহেল উদ্দিন পাঠান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি জানায়, রাতে খানপুর সীমান্ত ফাঁড়ির একটি দল নগরীর মতিহার থানার ৬০ বিঘা পদ্মার চরে নিয়মিত টহল দিচ্ছিলো। এসময় ফেনসিডিল চোরাকারবারিরা বিজিবি সদস্যদের দেখে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ৫১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। ওই অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মিনহাজ উদ্দিন।

বিজিবি আরো জানায়, জব্দকৃত এসব ফেনসিডিলের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৪ হাজার টাকা। এসব ফেনসিডিল ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করা হয়েছে। পরে সময়মত তা জনসম্মুখে ধংস করা হবে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!