• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাবি শিক্ষার্থীকে ফের ছাত্রলীগের মারধর


রাবি প্রতিনিধি জুলাই ৪, ২০১৮, ০৩:৫২ পিএম
রাবি শিক্ষার্থীকে ফের ছাত্রলীগের মারধর

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধর করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ মারধর ঘটনা ঘটে।

মারধরে আহত শিক্ষার্থী জসীম উদ্দিন বিজয় আরবী বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুখে আঘাত করায় জসিমের মুখ ও ঠোঁট ফুলে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমানের কাছে হস্তান্তর করা হয়।

জসীম সাংবাদিকদের কাছে দাবি করেন, ‘বিভাগের একটা পরীক্ষা ছিল। আমি মেইনগেট দিয়ে আসছিলাম। আসার পথে কোন কারণ ছাড়াই ছাত্রলীগের সভাপতিসহ কয়েকজন নেতা আমাকে আটকে রেখে  মারধর করে।’

এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি। মারধরের কোন ঘটনা ঘটেনি।

এদিকে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ঘটনাস্থল থেকে আহত শিক্ষার্থীকে প্রক্টর দপ্তরে এনে চিকিৎসার ব্যবস্থা করেছি। সে এখন আমার দপ্তরে বিশ্রামের জন্য আছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!