• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাবিতে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দোকান সিলগালা


রাবি প্রতিনিধি ডিসেম্বর ১০, ২০১৭, ০৫:৪৭ পিএম
রাবিতে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দোকান সিলগালা

রাবি : মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি দোকান সিলগালা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে সৈয়দ আমীর আলী হল মার্কেটের আলম নামক এক দোকানির দোকান সিলগালা করা হয়।

জানা যায়, দোকানি আলম অনেকদিন ধরে বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ ড্রিংক্স জাতীয় তরল পানি ও পণ্য বিক্রয় করে। খবর পেয়ে ওই দোকানে প্রশাসন তল্লাশি চালালে মেয়াদোত্তীর্ণ কিছু খাবারও পাওয়া যায়। পরবর্তীতে এরই অপরাধে দোকানির ওই দোকান সিলগালা হিসেবে ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তবে অভিযুক্ত দোকানি উক্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করে বলেন, পূর্ব শত্রুতার জেরে আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। আমি ষড়যন্ত্রের শিকার।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্র উপদেষ্টা প্রফেসর জান্নাতুল ফেরদৌস বলেন, আমরা একটি তথ্যের ভিত্তিতে দোকানে তল্লাশি চালাই এবং সেখানে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ধরনের ড্রিংক্স, কিছু খাবার পাওয়া গেলে নিয়মানুযায়ী ওই দোকান সিলগালা করে দেই।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!