• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রাবেয়া রাহীমের গুচ্ছ কবিতা


নিজস্ব প্রতিবেদক জুন ৭, ২০১৬, ০৫:৩৫ পিএম
রাবেয়া রাহীমের গুচ্ছ কবিতা

রোজানামা

আকাশে হেসেছে এক টুকরো বাঁকা চাঁদ
এ যে নিয়ে এলো রমজানের সওগাত

সারাদিন বিরত আছি পানাহার থেকে
রাত ভর থাকি মশগুল স্রস্টার এবাদতে
হে আল্লাহ, হে রাহিম, হে রাহমান

পাপ তাপ ,অন্যায় সকল গুনাহ থেকে চাই পরিত্রাণ
হিংসা, অহংকার সমস্ত বিভেদ থেকে
মাগফেরাত চাই হে রাব্বুল আলামিন

বাঁশি বাজাবি

রাতের পর রাত একলা জাগি--জোছনার আলো গায়ে মেখে
হাত ভরে এক সাথে অনুভূতি কুড়াবো
পাশে থাকবি?

উদাসী বিকেলে একলা আকাশে
মন খারাপের মেঘ জমাতে পারি
সেই মেঘের কাছে নিজেদের সঁপে একাকার হবো
সঙ্গী হবি?

কথার বাঁধনে বিনি সুতোর গাঁথা মালায় বেঁধে
অনুভবে রাঙাবো যতনে--সব মান অভিমান ভুলে
আমার আপন হবি?

ঘর সংসারে ফাঁকি দিয়ে পুজাপাঠ তুলে রেখে
সাঁঝের বাতি নেভাবো--আমার জন্য বাঁশি বাজাবি?

মিল-অমিল

আজ তোমার সাথে আমার অনেক মিল খুঁজে পেলাম--অনিকেত
দুজনেই একই সুরে হাসি- কাঁদি,
এক আকুতি নিয়েই লিখে যাই

টেবিল ল্যাম্প জ্বেলে রাত ভোর হতে দেখি
পুরনো স্মৃতিদের ভীড়ে --নির্জন একাকি সময়ে
কষ্ট কুড়িয়ে হৃদয় ভরাট করি

কতো অভিনয়, কতো সত্য-মিথ্যার মুখোশ লাগিয়ে
মেঘের সাথে চাঁদের লুকোচুরি খেলায়
রাতজাগা পাখিদের আর্তনাদ শুনি

নিজেদের মনের সাথে তামাশা করেই চলেছি ;
অমিল পেয়েছি একটা---তুমি যখন সূর্যোদয় দেখো
আমি দেখি সূর্যাস্ত----সেই সাথে স্বপ্ন গুলো ডুবে যায়।।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!