• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে রোহিঙ্গা নারী আটক


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি সেপ্টেম্বর ১৮, ২০১৮, ০৭:২৬ পিএম
রূপগঞ্জে রোহিঙ্গা নারী আটক

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ : জেলার রূপগঞ্জে জান্নাত আক্তার (২০) নামে রোহিঙ্গা নারীকে এক দালালের বাড়ি থেকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ সেপ্টেম্বর) রাতে তারাব পৌরসভার দক্ষিণ মুগড়াকুল এলাকার দালাল আক্তারুজ্জামানের বাড়ি থেকে ওই নারীকে আটক করা হয়। জান্নাত আক্তার উখিয়া থানার কুতুপালং ক্যাম্পের এফ ব্লকের নূর হোসেনের মেয়ে।

রূপগঞ্জ থানার উপ-পরির্দশক (এস আই) মো. শাহজাহান খান জানান, উপজেলার তারাব পৌরসভার দক্ষিণ মুগড়াকুল এলাকার দালাল আক্তারুজ্জামানের খালাত ভাই মনিরুজ্জামান খান বর্তমানে সৌদি প্রবাসী। সৌদি প্রবাসী মনিরুজ্জামানের কাছে ওই রোহিঙ্গা নারীকে পাঠাবে বলে গোপনে কুতুপালং ক্যাম্প থেকে এনে তার বাড়িতে রাখা হয়।

পরে এলাকাবাসী বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেয়। পুলিশ আক্তারুজ্জানের বাড়িতে অভিযান চালিয়ে রোহিঙ্গা নারীসহ আক্তারুজ্জামানের স্ত্রী সোনিয়া আক্তারকে আটক করে। এ সময় পুলিশের টের পেয়ে আক্তারুজ্জামান পালিয়ে যায়। এ বিষয়ে আরো যাচাই-বাচাই করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!