• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা জটিলতা সৃষ্টি হবে


মেহেরপুর প্রতিনিধি সেপ্টেম্বর ২১, ২০১৭, ০১:৪৩ পিএম
রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা জটিলতা সৃষ্টি হবে

মেহেরপুর: রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য বিরাট সংকট সৃষ্টি হয়েছে। দ্রুত সমাধান না হলে অর্থনৈতিক চাপ বাড়বে এবং নিরাপত্তা জটিলতা সৃষ্টি হতে পারে সংশয় প্রকাশ করলেন সু-শাসনের জন্য নাগরিক (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুরের গাংনীতে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের স্বেচ্ছাসেবকদের অভিজ্ঞতা বিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন,  সবার জন্য সম সুযোগ সৃষ্টি করতে পারলেই একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে।

স্বেচ্ছাসেবকদের অভিজ্ঞতা বিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম মেহেরপুর জেলা শাখা সভাপতি সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের ইউএসএ ও বাংলাদেশ কান্ট্রি অফিসের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
 
সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!