• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা গণহত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে গৌরীপুরে মানববন্ধন


গৌরীপুর, ময়মনসিংহ প্রতিনিধি সেপ্টেম্বর ১৬, ২০১৭, ০৯:৩৬ এএম
রোহিঙ্গা গণহত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে গৌরীপুরে মানববন্ধন

ময়মনসিংহ: মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীকে গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সর্বস্তরের জনগণ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় গৌরীপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে রাজনৈতিক, ব্যাবসায়িক, ছাত্র, শিক্ষক, সাংবাদিকসহ উপজেলার নানা পেশাজীবী মানুষ অংশগ্রহণ করে।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, গৌরীপুর মানবাধিকার কমিশনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ, গৌরীপুর উপজেলা মসজিদের প্রেস ইমাম মাওলনা মো. আতাহার আলী। অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুর রাশিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, সাংবাদিক শফিকুল ইসলাম মিন্টু, অ্যাডভোকেট আল হেলাল খান পাঠান, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা একেএম নাজমুল হক, সাংবাদিক মো. রইছ উদ্দিন, সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন, সাংবাদিক মো. আনোয়ার হোসেন শরীফ, সংগীত নিকেতনের সভাপতি এম এ হাই, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ, গৌরীপুর মহিলা কলেজের কর্মচারী মো. রেজাউল করিম, সংগীত শিল্পী আব্দুল হান্নান জনি, গৌরীপুর শিল্পীগোষ্ঠীর সভাপতি মুনসুর আহম্মেদসহ আরো অনেকে।

বক্তারা রোহিঙ্গাদের বিশাল জনগোষ্ঠীকে আমাদের দেশে আশ্রয় দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  ধন্যবাদ জানান। রোহিঙ্গাদেরকে হত্যা ও নির্যাতন বন্ধ করে দ্রুত সমস্যা সমাধানের জন্য জোর দাবি জানান, একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ বাড়ি ভিটায় ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি আহবান জানান।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!