• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা নির্যাতন: চলচ্চিত্র পরিবারের প্রতিবাদ সমাবেশ


বিনোদন প্রতিবেদক সেপ্টেম্বর ১৮, ২০১৭, ০১:৩৪ পিএম
রোহিঙ্গা নির্যাতন: চলচ্চিত্র পরিবারের প্রতিবাদ সমাবেশ

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার

ঢাকা: মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর নির্যাতন, হত্যা এবং তাদের বসতবাড়িতে অগ্নিসংযোগ করে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে  সোমবার  (১৮ সেপ্টেম্বর) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার।

চলচ্চিত্রশিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান বলেন, সকাল ১১টায় রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে হাজির হন চলচ্চিত্র পরিবার ও চলচ্চিত্র অভিনয়শিল্পীরা। মানবতার কল্যাণে এই মানববন্ধনের আয়োজন করা হয় এবং সেই সাড়া আমরা পেয়েছি সবার কাছ থেকে।

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার

চলচ্চিত্র পরিবারের ১৮ সংগঠনের সকল শিল্পী-কলাকুশলীরা সেখানে উপস্থিত হন। অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন চলচ্চিত্রশিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, অভিনেতা ফারুক, ফেরদৌস, রুবেল, আমিন খান, রিয়াজ, আমজাদ হোসেন, সুজাতা, হেলালখানসহ অনেকে।

প্রতিবাদ সমাবেশে মিয়ানমারের সেনা অভিযানে রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতন বন্ধের আহবান জানান শিল্পীরা। বক্তৃতায় সেখান সংখ্যালঘু রোহিঙ্গাদের অমানবিক জীবনের চিত্র তুলে ধরা হয়।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!