• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারের সঙ্গে চুক্তি হচ্ছে


জ্যেষ্ঠ প্রতিবেদক নভেম্বর ১১, ২০১৭, ০৫:৩৭ পিএম
রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারের সঙ্গে চুক্তি হচ্ছে

ঢাকা: মিয়ানমার আমাদের প্রতিবেশী। তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে রোহিঙ্গা সংকট মোকাবেলা করতে হবে। প্রধানমন্ত্রীও সংকটের শান্তিপূর্ণ সমাধান চাইছেন। আমরা শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধান চাই। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে শিগগিরই মিয়ানমারের সঙ্গে চুক্তি হচ্ছে। ইতোমধ্যে খসড়া তৈরি করা হয়েছে।

রোহিঙ্গা বিষয়ে আয়োজিত এক সেমিনারে পররাষ্ট্র সচিব শহীদুল হক এ কথা বলেছেন। শনিবার(১১ নভেম্বর) ‘রোহিঙ্গা সংকট: বাংলাদেশের সামনে কী কী পথ খোলা রয়েছে’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। সেমিনারটির আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সেমিনারে ঢাকায় অবস্থানরত বিদেশি দূতাবাসের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, এনজিও প্রতিনিধি, সাবেক রাষ্ট্রদূত ও নিরাপত্তা বিশ্লেষকরা অংশগ্রহণ করেন। 

পররাষ্ট্র সচিব বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সঙ্গে শিগগির দ্বিপাক্ষিক চুক্তি হবে। চুক্তির খসড়া তৈরি হয়ে গেছে। খুব শিগগির এ চুক্তি হয়ে যাবে। রোহিঙ্গা সংকটের সমাধানে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। এরপরও শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চলছে। মিয়ানমার সফরে গিয়ে ২৩ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নেপিদো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন। এ সংক্রান্ত চুক্তির যে খসড়া, তা তৈরি হয়ে গেছে। খুব শিগগির চুক্তিটা হবে। সব ধরনের প্রস্তুতি নেয়া হয়ে গেছে এরইমধ্যে।

মো. শহীদুল হক বলেন, সবকিছুর পরও মনে রাখতে হবে মিয়ানমার আমাদের প্রতিবেশী। তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে রোহিঙ্গা সংকট মোকাবেলা করতে হবে। প্রধানমন্ত্রীও সংকটের শান্তিপূর্ণ সমাধান চাইছেন।

রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত সেমিনারটির সভাপতিত্ব করেন রেহমান সোবহান ও সঞ্চালনা করেন সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

সোনালীনিউজ/তালেব

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!