• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে সন্ত্রাসী নিহত


লক্ষ্মীপুর প্রতিনিধি ডিসেম্বর ৩১, ২০১৬, ১১:০৫ এএম
লক্ষ্মীপুরে সন্ত্রাসী নিহত

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১৫ মামলার আসামি সন্ত্রাসী বাশার বাহিনীর প্রধান সুটার বাশার (৩৫) নিহত  হয়েছেন। এসময় পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) তিন সদস্য আহত হয়েছেন।

সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, পার্বতীনগর ইউনিয়নের কাজ্জালিপুর গ্রামে শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাসার ওই ইউনিয়নের সোনাপুর গ্রামের সৈয়দ আহম্মেদের ছেলে।

ওসি মামুন বলছেন, কাজ্জালীপুর গ্রামে একদল সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ গোপন খবর পেয়ে অভিযানে গেলে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে সন্ত্রাসীরা পিছু হটলে দুর্ধর্ষ সন্ত্রাসী বাসার বাহিনীর প্রধান বাসারকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তাকে লক্ষ্মীপুর সদর হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় এক এসআইসহ তিন পুলিশ আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান ওসি মামুন।

তিনি বলেন, নিহত বাসারে নামে অস্ত্র, ডাকাতি, হত্যা ও পুলিশের ওপর হামলার অভিযোগে সদর থানায় ১৫টি মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি এলজি ও পাঁচ রাউন্ড গুলিসহ ‘বেশ কিছু’ ধারালো অস্ত্র উদ্ধার করেছে বলে জানান ওসি মামুন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!