• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শাকিব-প্রযোজক দ্বন্দ্ব, বিপাকে দুই নায়িকা


বিনোদন প্রতিবেদক অক্টোবর ২০, ২০১৭, ১১:৩৮ এএম
শাকিব-প্রযোজক দ্বন্দ্ব, বিপাকে দুই নায়িকা

ঢাকা: নতুন নায়িকা চুক্তিবদ্ধ নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে নায়ক শাকিব খান ও প্রযোজক সেলিম খানের মধ্যে। আর এতে বিপাকে পড়েছেন নবাগত দুই নায়িকা।

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে পরপর দুই ছবিতে দুই নবীন নায়িকা কাজ করতে যাচ্ছেন। ‘কেউ কথা রাখেনি’ ছবিতে শাকিবের সঙ্গে অভিনয় করবেন রাহা তানহা খান এবং ‘মামলা হামলা ঝামেলা’ ছবিতে তানহা মৌমাছি। এমনটাই দাবি করে গণমাধ্যমে ব্হু খবর প্রকাশ হয় কয়দিন আগে।

এই দুটি ছবির প্রযোজনা করছে শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খানই জানিয়েছিলেন দুই ছবিতেই রাহা এবং তানহা মৌমাছি শাকিবের বিপরীতে অভিনয় করবেন। তবে প্রধান নায়িকা হিসেবে থাকবেন মিম। তাদের আনুষ্ঠানিকভাবে চুক্তিও করানো হয়েছে।

ছবি দুটির সম্পর্কে আপডেট জানতে যোগাযোগ করা হলে ঢালিউড সুপারস্টার শাকিব জানান, তিনি এসবের কিছুই জানেন না। বর্তমানে ‘চালবাজ’ ছবির শুটিংয়ে হায়দ্রাবাদে রয়েছেন তিনি।

সেখান থেকে হোয়াটস অ্যাপে শাকিব জানান, ‘আমিও ফেসবুক-অনলাইনে খবরটি দেখেছি। কিন্তু আমি নিজেও জানি না কে আমার বিপরীতে নায়িকা হচ্ছেন! এই খবরগুলো আমাকে দারুণভাবে বিব্রত করছে। আসলে আমাকে বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয়। সেখানে অনেকেই আমার সঙ্গে ছবি তোলে। আবার সেইসব ছবি দেখি নিউজে। বিষয়টি একেবারেই হাস্যকর!’

কিন্তু ছবির প্রযোজক সেলিম খান  বললেন, ‘শাকিব তো জানে কাকে নিচ্ছি তার বিপরীতে। আমার মনে হয় একটি গ্রুপ তাকে কানপড়া দিচ্ছে। সেজন্য এসব কথা বলছে। ফালতু বিষয় এটি। সে নায়িকাদের সঙ্গে কথাও বলেছে। হঠাৎ করে এ ধরনের মন্তব্যের কোনো যুক্তি দেখছি না।’

তিনি আরও বলেন, ‘শাকিব দেশে ফিরলে ‘আমি নেতা হবো’ ছবির শুটিংয়ে থাইল্যান্ড যাবো। সেখান থেকে ফিরে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শুটিং করবো। তারপর ‘কেউ কথা রাখেনি’ ও ‘মামলা হামলা’ ছবির শুটিং শুরু হবে।’

এদিকে শাকিব বেঁকে বসায় বিপাকে পরেছেন ছবির দুই নায়িকা রাহা তানহা খান ও তানহা মৌমাছি। তারা বলেন, ‘শাকিব খানের সঙ্গে আমরা অভিনয়ে চুক্তিবদ্ধ হয়েছি গণমাধ্যেমে তা ফলাও করে প্রকাশ হয়েছে।  আমাদেরতো কোন দোষ নাই। এখন ছবি না হলে আমাদের ক্যারিয়ার এর প্রভাব পড়বে। আমরা আশা করবো এই  দ্বন্দ্ব শিগগিরই মিটে গিয়ে ছবির কাজ শুরু হবে।’

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!