• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাহজালালে কোটি টাকা মূল্যের স্বর্ণেরবার উদ্ধার


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৪, ২০১৭, ০৮:৩৪ পিএম
শাহজালালে কোটি টাকা মূল্যের স্বর্ণেরবার উদ্ধার

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। সাড়ে ৪ কেজি ওজনের স্বর্ণেরবারগুলোর প্রতিটির ওজন ১০ তোলা করে এবং এর বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ইউএস বাংলার কলকাতা থেকে আসা বিএস- ২০২ ফ্লাইটটি দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। সে সময় গোয়েন্দারা বিমানটিতে তল্লাশি চালিয়ে ৮ এফ সিটের নিচ থেকে ৪০ টি স্বর্ণবার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, স্বর্ণেরবারগুলো হলুদ রঙের স্কচটেপ মোড়ানো অবস্থায় ১টি কালো রঙের প্যাকেটে পাওয়া যায়। স্বর্ণবারগুলোর ওজন ৪.৬ কেজি এবং এগুলোর আনুমানিক বাজার মুল্য আড়াই কোটি টাকা।

এর আগেও গতকাল শনিবারা রাতে ২৫ লাখ টাকা মূল্যের স্বর্ণের বার ও অলঙ্কার উদ্ধার করে গোয়েন্দারা। সে সময় এক যাত্রীকে আটক করা হয়।

সোনালীনিউজ/জেএ  

Wordbridge School
Link copied!