• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষক লাঞ্ছনাসহ সব অন্যায়ের বিচার হবে: আইনমন্ত্রী


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মে ১৯, ২০১৬, ০৪:০৯ পিএম
শিক্ষক লাঞ্ছনাসহ সব অন্যায়ের বিচার হবে: আইনমন্ত্রী

নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল ভক্তের লাঞ্ছনাসহ সকল অন্যায়ের বিচার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার দুপুরে আখাউড়া স্থলবন্দরে ডিউটি ফ্রি সোপ বেলাজিও এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী আরো বলেন, ‘যেকোনো ঘটনার রাতারাতি বিচার করা সম্ভব নয়। আইনগত প্রক্রিয়ায় যেতে হবে। প্রথমে ঘটনায় মামলা হতে হবে। তারপর তদন্ত সাপেক্ষে বিচার হবে। শুধু শিক্ষক লাঞ্ছনাই নয়, সকল অন্যায়ের বিচার হবে।’

বেলাজিও লিমিটেডের চেয়ারম্যান তৌফিক উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন- ক্যাপ্টেন অব তাজুল ইসলাম, এনবিআর সদস্য এম এম শাহরিয়ার মোল্লা, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, কুমিল্লা অঞ্চলের কাস্টমস কমিশনার আনোয়ার হোসেন, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের সভাপতি আজিজুল হক প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!