• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের খেয়াল রাখতে বললেন শিক্ষামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক জুলাই ২০, ২০১৬, ০৩:৫৮ পিএম
শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের খেয়াল রাখতে বললেন শিক্ষামন্ত্রী

যেন কোন শিক্ষার্থী বিপথগামী না হয় সেজন্য সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের সব সময় খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সরকারি তিতুমীর কলেজের একাডেমিক কাম এক্সমিনেশন হল ও বিজ্ঞান ভবনের উদ্বোধন করে বুধবার (২০ জুলাই) দুপুরে কলেজ প্রাঙ্গণে এ আহ্বান জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের সব সময় খেয়াল রাখতে হবে যেন কোন শিক্ষার্থী বিপথগামী না হয়। যদি হয় তবে তাকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। জঙ্গিবাদ নিরসনে সকলের মধ্যে একটি সম্পর্ক তৈরি করে কাজ করতে হবে। কারণ এটা কোনো একক ব্যক্তি বা দলের সমস্যা নয়, এটা জাতীয় সমস্যা।’ 

এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমত উল্লাহ এমপি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক হারুন-অর-রশীদ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামান ও শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু হায়দার আহমেদ নাছের।

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!