• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে নৌযান চলাচল ব্যাহত


মুন্সীগঞ্জ প্রতিনিধি জুলাই ১৬, ২০১৮, ০১:১৬ পিএম
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে নৌযান চলাচল ব্যাহত

মুন্সীগঞ্জ : প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে বন্ধ রয়েছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথের লঞ্চ ও স্পীডবোট। সীমিত আকারে চলছে ফেরি। সোমবার (১৬ জুলাই) সকাল সোয়া ১০টা থেকে দুর্ঘটনা এড়াতে ওই রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট উপ-মহাপরিচালক শাহ খালেদ নেওয়াজ জানান, পদ্মায় প্রবল স্রোত ও প্রচন্ড ঢেউয়ের কারণে সকাল দশটার দিকে লঞ্চ ও স্পীডবোট বন্ধ করে দেয়া হয়। আর চলাচলে মারাত্মকভাবে ব্যাঘাত ঘটায় অন্যান্য কয়েকটি ফেরিসহ সব কয়েটি টানা ফেরি বন্ধ করে দেয়া হয়েছে।

মোট ১৭ টি ফেরির মধ্যে মাত্র আটটি ফেরি দিয়ে কোন রকমে ঘাট সচল রাখা হয়। ফলে মুন্সীগঞ্জের শিমুলিয়া প্রান্তরে পারাপারের অপেক্ষায় জমাট বেধেছে প্রায় ছয়শতাধিক ছোট বড় যানবাহন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!