• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শুধুই কী একটি কারণে ভারতে ওবায়দুল কাদের?


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৮, ২০১৭, ১০:১৬ পিএম
শুধুই কী একটি কারণে ভারতে ওবায়দুল কাদের?

ঢাকা: দুই দিনের সফরে ভারত গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার(১৮ ডিসেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি রওনা হন।

সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের জানিয়েছেন, মন্ত্রী বিমানে ঢাকা থেকে রওয়ানা হয়ে ভারতে গিয়েছেন।

২০১৫ সালের ২৩ অক্টোবর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর। অবশ্য, ওবায়দুল কাদেরের সফরসঙ্গী আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, কলকাতা উপ-হাই কমিশনের আমন্ত্রণে বিজয় দিবসের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতেই সাধারণ সম্পাদকের এই সফর।

বাংলাদেশের রাজনীতি ও আওয়ামী লীগের সঙ্গে ভারতের রয়েছে এক বিশেষ সম্পর্ক। সামনে আসছে জাতীয় নির্বাচন। প্রতি নির্বাচনের সময়েই প্রতিবেশি এই দেশটি আলোচনায় উঠে আসে। কোন গুরত্বপূর্ণ ইস্যু ছাড়া সরকারি দলের দ্বিতীয় শীর্ষ এই নেতার ভারত সফর রাজনৈতিক মহলে বিশেষ আলোচনার জন্ম দিবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!