• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শ্লীলতাহানির ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশি গ্রেপ্তার


প্রবাসে বাংলা ডেস্ক জুন ২২, ২০১৮, ০৬:৩১ পিএম
শ্লীলতাহানির ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশি গ্রেপ্তার

প্রতীকী ছবি

ঢাকা: গ্রাহকের গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করার অভিযোগে ওমর ফারুক (৬০) নামক এক বাংলাদেশি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নিউইয়র্কের পুলিশ।

মিডটাউন ম্যানহাটানে ৩৭ স্ট্রিট এবং নাইন্থ এভিনিউতে রাস্তার পাশে ফলমূল বিক্রি করতেন মতলবের সন্তান ওমর ফারুক।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ জুন) সকাল ১০টায় মধ্যবয়েসী এক নারী ওই দোকানে ফল ক্রয় করতে আসেন। ফল দেখার সময় ওমর ফারুক তার শরীরে হাত দেন। বুকে হাত ঢুকাতে চেষ্টা করেন।

ওই নারী চিৎকার করে এমন আচরণের প্রতিবাদ করে পুলিশকে ফোন করেন। পুলিশ এসে ওমর ফারুককে গ্রেপ্তার করে। বর্তমানে ওমর ফারুক জেলে রয়েছে বলে সর্বশেষ সংবাদে জানা গেছে।

সোনালীনিউজ/জেডআরসি/এমএইচএম

Wordbridge School
Link copied!