• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সম্পর্ক হতে হবে অবাধ : মোদি


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১০, ২০১৮, ০৮:০৩ পিএম
সম্পর্ক হতে হবে অবাধ : মোদি

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি বলেছেন, শেখ হাসিনার সঙ্গে আমার দেখা হয়েছিল বিমসটেক সম্মেলনে। এর আগে সব মিলিয়ে মোট চারবার আমাদের মধ্যে ভিডিও কনফারেন্স হয়েছে। খুব শিগগিরই আবারও ভিডিও কনফারেন্স হবে বলে আশা করি। আমি মনে করি, সম্পর্কের মধ্যে কোনো প্রটোকল থাকা উচিত না। সম্পর্ক হতে হবে অবাধ।

সোমবার (১০ সেপ্টেম্বর) বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়ার ভেড়ামারায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানিবিষয়ক প্রকল্প, রেলওয়ের ‘কুলাউড়া-শাহবাজপুর সেকশন পুনর্বাসন’ ও ‘আখাউড়া-আগরতলা ডুয়েল গেজ রেল সংযোগ (বাংলাদেশ অংশ)’ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় বক্তৃতায় নরেদ্র মোদি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এসব কথা বলেন।

ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু উপস্থিত ছিলেন।

নয়াদিল্লী থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মোদি বলেন, আমি আগেও বলেছি প্রতিবেশি নেতাদের সঙ্গে সম্পর্ক হবে প্রতিবেশির মতো। যখন মন চাইবে কথা হবে, যখন মন চাইবে দেখা হবে। এসব বিষয়ে প্রটোকলের নিয়মে আবদ্ধ থাকা উচিত নয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমার সম্পর্কে থেকে সেটা পরিষ্কার বোঝা যায়।

ভারতের প্রধানমন্ত্রী বলেন যে, দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং উন্নয়ন কোনো ভিআইপি মিটিং কাছে দায়বদ্ধ নয়। এসময় দুই দেশের যোগাযোগ ব্যবস্থা ১৯৬৫ সালের আগেকার মতো অবস্থায় ফিরিয়ে নিতে ভারত কাজ করছে বলে জানিয়ে শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, যখনই দুই দেশের যোগাযোগ নিয়ে আমি চিন্তা করি তখনই ১৯৬৫ সালের আগের যে যোগাযোগ ব্যবস্থার কথা আপনি বলেন তা আমার মনে আসে। আর এটা আমার জন্য খুবই প্রসন্নতার বিষয় যে, আমরা বিগত কয়েক বছর যাবত এই বিষয়ে কাজ করে যাচ্ছি।

বাংলাদেশ এবং ভারতের মধ্যে শক্তি এবং রেল যোগাযোগের বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রতি ইঙ্গিত করে নরেন্দ্র মোদি বলেন, ২০১৫ সালে যখন আমি বাংলাদেশ সফরে এসেছিলাম তখনই বলেছিলাম যে, ভারত থেকে বাংলাদেশে পাঁচশ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করা হবে। আর এরজন্য পশ্চিম বঙ্গ থেকে বাংলাদেশ পর্যন্ত ট্রান্সমিশন লিংক স্থাপনের কাজ চলছে। এই কাজ সম্পূর্ণ করতে সহযোগিতার জন্য পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রতি ধন্যবাদ জানাই। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে এখন ১.১৬ গিগা ভোল্ট বিদ্যুৎ সরবরাহ করা হয়।

বিদ্যুৎ সরবরাহ মেগাওয়াট থেকে গিগাওয়াটে উন্নীত হওয়াকে দুই দেশের সম্পর্কের জন্য ‘স্বর্ণালী অধ্যায়” বলে আখ্যায়িত করেন নরেন্দ্র মোদি। একই সঙ্গে দুই দেশের মধ্যে রেল সংযোগ বৃদ্ধির ফলে দুই দেশের মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী। বাংলাদেশের বিকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন কাজের প্রশংসাও করেন নরেন্দ্র মোদি। দুই দেশের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগের যেকোন সময়ের থেকে আরও গভীর বলেও জানান তিনি।

এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে অন্যদের জন্য “রোল মডেল” হিসেবে আখ্যায়িত করেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!