• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সময় হলেই আন্দোলন: খালেদা জিয়া


স্টাফ করেসপন্ডেন্ট জানুয়ারি ১, ২০১৭, ০৯:১১ পিএম
সময় হলেই আন্দোলন: খালেদা জিয়া

ঢাকা: সময় হলেই আন্দোলনে নেমে দলকে ক্ষমতায় নিয়ে যাওয়ার আশ্বাস দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই সঙ্গে সহসা সেই আন্দোলনের জন্য নেতাকর্মীদের তৈরি থাকার নির্দেশনাও দিলেন।

রোববার (১ জানুয়ারি) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধনকালে সাবেক প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

রাজপথে আন্দোলনের স্মৃতিচারণ করে খালেদা জিয়া বলেন, ‘এরশাদবিরোধী আন্দোলন করেছি, আমি তোমাদের সঙ্গে রাজপথে ছিলাম। এই বিএনপিকে তিনবার ক্ষমতায় এনেছি। ইনশাল্লাহ দলকে সুন্দর করে গুছিয়ে, কোনো গ্রুপিং-লবিং থাকবে না, যারা উপযুক্ত যোগ্য তাদের নেতৃত্ব দিয়ে বিএনপি আবার ক্ষমতায় আসবে।’

সেই আন্দোলনের জন্য ছাত্রদল নেতাকর্মীদের তৈরি থাকার নির্দেশনা দিয়ে চেয়ারপারসন বলেন, ‘সেভাবে নিজেদের তৈরি করতে হবে দেশটাকে রক্ষা জন্য; আগামী দিনে ক্ষমতায় যাওয়ার জন্য, গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য প্রস্তুতি নিতে হবে।’

বেলুন উড়িয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধনের পর চেয়ারপারসন দল গোছানোর পাশাপাশি আন্দোলনের কথাও স্মরণ করিয়ে দিলেন। বললেন, ‘আন্দোলন করতে হবে সময়মতো। আমরা অহেতুক বলব না, সময়মতো আন্দোলন হবে।’

ছাত্রদল সভাপতি রাজীব আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভুঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আল মেহেদি তালুকদার প্রমুখ।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ছাত্রদলের সাবেক নেতা শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

বিএনপি নেতাদের মধ‌্যে উপস্থিত ছিলেন- মওদুদ আহমদ, আবদুল মঈন খান, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিরিন সুলতানা, রেহানা আখতার রানু, নিলোফার চৌধুরী মনি, শাম্মী আখতার, মারুফ কামাল খান প্রমুখ।

এর আগে শনিবার (৩১ ডিসেম্বর) মধ‌্যরাতে কেক কাটার মধ‌্য দিয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর দুদিনের অনুষ্ঠান শুরু হয়। সমাবেশ শেষ হলে আগামীকাল সোমবার (২ জানুয়ারি) দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দেবেন সংগঠনটির নেতারা।

সোনালীনিউজ/এমএন

Wordbridge School
Link copied!