• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সারাদেশে যে ১০৬টি হলে চলছে ‘পুত্র’


বাবুল হৃদয়  জানুয়ারি ৫, ২০১৮, ০৪:২৯ পিএম
সারাদেশে যে ১০৬টি হলে চলছে ‘পুত্র’

ঢাকা: সারাদেশে  শুক্রবার (৫ জানুয়ারি) ১০৬টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সাইফুল ইসলাম মান্নু পরিচালিত সিনেমা ‘পুত্র’। ছবিটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।

এ উপলক্ষে বুধবার (৩ জানুয়ারি) রাজধানীর একটি অভিজাত ক্লাবে সিনেমাটি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও নায়ক ফেরদৌস

তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশন অধিদপ্তরের প্রযোজনায় এবং ইমপ্রেস টেলিফিল্মের সার্বিক তত্ত্বাবধানে ‘পুত্র’ ছবিটি নির্মিত হয়েছে। অটিস্টিক শিশুর গল্প নিয়ে সিনেমাটিট নির্মিত হয়েছে। হারুন রশীদের কাহিনিতে ‘পুত্র’র  চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন স্বয়ং নির্মাতা সাইফুল ইসলাম মান্নু নিজেই। 

‘পুত্র’ ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ফেরদৌস, জয়া আহসান, ডলি জহুর, লায়লা হাসান শামস সুমন, মুনিবা ইউসুফ মেমি শর্মীমালা, ও শিশুশিল্পী লাজিম।

ছবিটিতে গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন, বাপ্পা মজুমদার, সুজন আরিফ, রুমা ও রাতুল। গীতিকার জুলফিকার রাসেল ও সাইফুল ইসলাম মাননু।

সিনেমায় বিশেষ চরিত্রে অভিনয় করেছেন, জনপ্রিয় কণ্ঠশিল্পী মেহরীন, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার ‍ও গীতিকার মিল্টন খন্দকার।

ঢাকায় যেসব হলে চলছে ‘পুত্র’

১.স্টার সিনেপ্লেক্স, ২. ব্লক বাষ্টার, ৩. বলাকা, ৪. মধুমিতা, ৫. শ্যামলী, ৬. সনি, ৭. চিত্রামহল, ৮. আনন্দ , ৯. জোনাকি , ১০. সেনা - ঢাকা ক্যান্ট. ১১. গীত , ১২. নিউ গুলশান - জিঞ্জিরা, ১৩. পুরবী, ১৪. পুনম - রায়েরবাগ, ১৫. রানিমহল -ডেমরা।

ঢাকায় বাইরে যেসব হলে চলছে ‘পুত্র’

১৬. সেনা - নবীনগর, সাভার ক্যান্ট. ১৭. চম্পাকলি - টঙ্গী ১৮. বর্ষা - জয়দেবপুর ১৯. নিউ মেট্রো - নারায়ণগঞ্জ ২০. চাঁদ মহল - কাচপুর ২১. মনিহার - যশোর ২২. নন্দিতা - সিলেট ২৩. উপহার - রাজশাহী ২৪. রুপকথা - পাবনা ২৫. শাপলা - রংপুর ২৬. পুরবী - ময়মনসিংহ ২৭. অভিরুচি - বরিশাল ২৮. আলমাস - চট্টগ্রাম ২৯. শংখ - খুলনা ৩০. চিত্রালী - খুলনা ৩১ .মডার্ন - দিনাজপুর ৩২. সোনিয়া - বগুড়া ৩৩ .রুপালী - কুমিল্লা ৩৪. গ্যারিসন -কুমিল্লা ক্যান্ট.

৩৫. কাকলী - শেরপুর ৩৬. মনোয়ার -জামালপুর ৩৭. মানসী - কিশোরগঞ্জ ৩৮. পান্না - মুক্তারপুর ৩৯. ঝংকার - পাঁচদোনা ৪০. সাগরিকা - চালা ৪১. কেয়া - টাঙ্গাইল ৪২. রূপসী -ভোলা ৪৩. পূর্বাশা - সান্তাহার ৪৪. চিত্রবানী - গোপালগঞ্জ ৪৫. মধুমতি -ভৈরব ৪৬. হ্যাপী -লক্ষ্মীপুর ৪৭. নবীন - মানিকগঞ্জ ৪৮. চলন্তিকা - গোপালদী ৪৯. হীরামন -নেত্রকোনা ৫০. তিতাস - পটুয়াখালী ৫১. কাজলী - মতলব ৫২. সিক্তা -ধুনট ৫৩. ছন্দা - পটিয়া ৫৪. রাজমহল -চাপাই নাবাবগঞ্জ

৫৫. মুন - হোমনা ৫৬. পালকী -চান্দিনা ৫৭. উর্বশী -ফুলবাড়ি ৫৮. বনলতা - ফরিদপুর ৫৯. কানন -ফেনী ৬০. হীরক -গোবিন্দগঞ্জ ৬১. মোহনা -কোনাবাড়ি  ৬২. মোহন -হবিগঞ্জ ৬৩ .মনিকা -সায়েস্তাগঞ্জ ৬৪. আলতা -সরিষাবাড়ি ৬৫. ঝংকার -বক্সীগঞ্জ ৬৬. প্রিয়া -ঝিনাইদহ ৬৭. রাজ - কুলিয়ারচর ৬৮. বনানী-কুষ্টিয়া ৬৯. মিলন - মাদারীপুর ৭০. মধুমিতা-মাগুরা ৭১. মেহেরপুর -মেহেরপুর ৭২. মুন -মুক্তাগাছা

৭৩. ফিরোজ মহল -পাগলা ৭৪. গ্যারিসন -দয়ারামপুর ৭৫. তামান্না -সৈয়দপুর ৭৬. ছন্দা -হাসনাবাদ ৭৭. আলীম - মঠবাড়িয়া ৭৮. সাধনা-রাজবাড়ী ৭৯. সঙ্গীতা -সাতক্ষীরা ৮০. আলোছায়া -শরীয়তপুর ৮১ বর্ণালী - শাহজাদপুর ৮২. মাধবী - মধুপুর ৮৩. রাজিয়া -নাগরপুর ৮৪. মায়াবী - আখাউড়া ৮৫. অবসর -বিরামপুর ৮৬. সুরভী -শিবচর ৮৭. জয় - শমসেরনগর ৮৮. রাজমনি-বোরহান উদ্দিন ৮৯. মল্লিকা-উল্লাপাড়া

৯০. আলমডাঙ্গা -আলমডাঙ্গা ৯১. অনামিকা-পিরোজপুর ৯২. আনন্দ -তানোর ৯৩. আয়না -আক্কেলপুর ৯৪. ছন্দা-পটিয়া ৯৫. দিনান্ত -কেশরহাট ৯৬. জনতা -জলঢাকা ৯৭. ঝর্না -দাউদকান্দি ৯৮. লাইট হাউজ -পারুলিয়া ৯৯. মমতাজ মহল-নীলফামারী ১০০. নসীব - সাপাহার ১০১. রাজু -ঈশ্বরদী ১০২. রংধনু - নজিপুর ১০৩, সোনালী-ঘোড়াঘাট ১০৪. সনি -ইসলামপুর ১০৫. উল্লাস-বীরগঞ্জ ১০৬.সোনালি-টেকেরহাট।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!