• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে গৃহবধুর মৃত্যু


সিরাজগঞ্জ প্রতিনিধি জুন ১৩, ২০১৭, ১০:৩৭ এএম
সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে গৃহবধুর মৃত্যু

সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ফাতেমা বেগম (৫৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) ভোর রাতে উপজেলার বড়হর ইউনিয়নের অলিপুর সীমাবাড়ি এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা অলিপুর গ্রামের মাওলানা ওসমান গুণি তালুকদারের স্ত্রী।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর দিয়ানাতুল দিনার জানান, প্রতিদিনের ন্যায় সোমবার রাতে ফাতেমা তার নিজ ঘরে একাই ঘুমিয়ে ছিলেন। মঙ্গলবার ভোর রাতে হঠাৎ করে ফাতেমার ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনটি বাড়ীর চারিদিকে ছড়িয়ে পড়লে ঘর বের হতে পারেনি ফাতেমা। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ঘরের ভিতরে আটকে পড়ে ফাতেমা নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।  

উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা অগ্নিকান্ডে গৃহবধুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!