• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘সী পাওয়ার কনফারেন্সে’ অংশ নিতে নৌ প্রধান অস্ট্রেলিয়ায়


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩, ২০১৭, ০৩:৪১ পিএম
‘সী পাওয়ার কনফারেন্সে’ অংশ নিতে নৌ প্রধান অস্ট্রেলিয়ায়

ঢাকা: অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিতব্য ‘সী পাওয়ার কনফারেন্স ২০১৭’ এ অংশ নিতে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, ওএসপি, বিসিজিএম, এনডিসি, পিএসসি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

রোববার (১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।

অস্ট্রেলিয়া সফরকালে নৌপ্রধান ‘সী পাওয়ার কনফারেন্স-২০১৭’ ছাড়াও ‘ইন্টারন্যাশনাল মেরিটাইম কনফারেন্স-২০১৭’ এবং ‘প্যাসিফিক ইন্টারন্যাশনাল মেরিটাইম এক্সপোজিশন-২০১৭ এ অংশগ্রহণ করবেন।

সেখানে অবস্থানকালে তিনি অস্ট্রেলিয়ার নৌবাহিনী প্রধান এডমিরাল টিম ব্যারেট, ফ্রান্সের নৌবাহিনী প্রধান এডমিরাল খ্রিস্টোফে প্রাজুক, মায়ানমার নৌবাহিনী প্রধান এডমিরাল টিন অং সান এবং ভারতীয় নৌবাহিনী প্রধান (পার্সোনেল) ভাইস এডমিরাল একে চাওলা এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ সরকারি সফরে স্বস্ত্রীক নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে দুইজন কর্মকর্তা রয়েছেন। সফর শেষে নৌপ্রধান আগামী ৭ অক্টোবর দেশে ফিরবেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!