• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
কুরবানির ঈদ 

সীমান্ত দিয়ে গরু আনতে কোনো বাধা নেই


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২, ২০১৭, ০৬:৫০ পিএম
সীমান্ত দিয়ে গরু আনতে কোনো বাধা নেই

ঢাকা: কুরবানির ঈদকে সামনে রেখে সীমান্ত দিয়ে দেশে গরু আনতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হোসেন। 

বুধবার (২ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর পিলখানা বিজিবি সদর দফতরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, প্রয়োজনে বন্ধ করিডোরগুলো খুলে দেয়া হবে। তবে তা বৈধভাবে আমদানি করতে হবে। নিয়ম মেনে ব্যবসায়ীদের গরু আমদানি করতে হবে। এতে কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, ভারতীয়রাও চান বাংলাদেশে গরু রফতানি হোক। কারণ ওই দেশে গরু জবাই হয় না। গো-খাদ্যের সমস্যা রয়েছে। এ জন্য ওই দেশের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যাতে বাংলাদেশে গরু প্রবেশ করে।

সীমান্ত হত্যা বন্ধ নিয়ে এক প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত হত্যা শূন্যের কোটায় আনা সম্ভব নয়। কারণ বিশাল আকারের বর্ডারে কেউ না কেউ অবৈধভাবে সীমান্তে যাচ্ছেন। অনেকেই নিয়ন্ত্রণ মানছেন না। তবে আগের চেয়ে সীমান্তে হত্যা অনেক কমেছে। আরো কমানোর জন্য কাজ করা হচ্ছে। 

বিজিবি মহাপরিচালক বলেন, গরু আমদানি বন্ধ হলে দেশেরই লাভ বলে মনে করি। এতে দেশের খামারীরা লাভবান হবে। তবে ঈদের আগে গরু আমদানি করা আবশ্যক হয়ে পড়বে। তাই করিডোরগুলো খুলে দিয়ে গরু আমদানি করা হবে। এতে দেশে গরুর সংকট থাকবে না।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!