• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে ১৪৪ বস্তা সরকারি চালসহ আটক ১


সুনামগঞ্জ প্রতিনিধি সেপ্টেম্বর ৪, ২০১৬, ১০:৫৪ পিএম
সুনামগঞ্জে ১৪৪ বস্তা সরকারি চালসহ আটক ১

সুনামগঞ্জের জামালগঞ্জে ১৪৪ বস্তা সরকারি চাল জব্দসহ বাদশা মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টিটন খীসা। রোববার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সাচনাবাজার এলাকায় থেকে এ চাল জব্দ করা হয়। আটক বাদশা মিয়া উপজেলার সাচনাবাজার ইউনিয়নের লম্বাবাক গ্রামের বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাজার থেকে একটি ট্রাকে করে সরকারি চাল সুনামগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে, এমন খবর পেয়ে সাচনাবাজার যান ইউএনও। সেখান থেকে ট্রাকসহ এই চাল জব্দ করেন। চালের বস্তায় লেখা আছে, ‘খাদ্য অধিদপ্তরের জন্য, বিক্রয়ের জন্য নহে’। প্রতিটি বস্তায় ওজন লেখা আছে ৫০ কেজি।

এ বিষয়ে ইউএনও টিটন খীসা বলেন, আটক বাদশা মিয়া সরকারি চালের বিষয়ে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। একেক সময় একেক কথা বলছেন। তাঁর বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!