• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সোহরাওয়ার্দীতে এরশাদের মহাসমাবেশ ২৪ মার্চ


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৬, ২০১৮, ১১:৫১ এএম
সোহরাওয়ার্দীতে এরশাদের মহাসমাবেশ ২৪ মার্চ

ঢাকা : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২৪ মার্চ মহাসমাবেশ করবে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। এরপর এপ্রিলে লংমার্চ, রোডমার্চ, লঞ্চমার্চ এবং রেলমার্চ করারও সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের প্রেসিডিয়াম সভায় এসব সিদ্ধান্ত হয়। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সভাপতিত্বে সভায় রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান রাষ্ট্রপতি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আবদুল হামিদকে সমর্থন দেওয়ারও সিদ্ধান্ত হয়।

সভা শেষে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জানান, আগামী ২৪ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি এই সমাবেশ করার ঘোষণা দেওয়া হলেও গ্রন্থমেলার কারণে তারিখ পেছানো হয়েছে।

আগামী নির্বাচনের জন্য ৩০০ আসনেই দলীয় প্রার্থী চূড়ান্ত জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে এলে জাতীয় পার্টি মহাজোটের সঙ্গে নির্বাচন করবে। না এলে জাতীয় পার্টি আলাদা নির্বাচন করবে। জাতীয় পার্টি ইতোমধ্যে সম্মিলিত জাতীয় জোট গঠন করেছে। জোটগতভাবেই নির্বাচনে অংশগ্রহণ করব আমরা।’

রুহুল আমিন হাওলাদার জানান, সভায় আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়ের বিষয়ে আলাপ হয়। রায়-পরবর্তী পরিস্থিতি বিবেচনায় দলীয় কর্মসূচি চূড়ান্ত করারও সিদ্ধান্ত হয়।

সভায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নাম চূড়ান্ত করা হয়। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপনির্বাচনে প্রার্থী দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। প্রার্থী চূড়ান্ত করতে কেন্দ্র থেকে একটি দল নাসিরনগর যাবে।

সভায় প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, এমএ সাত্তার, প্রফেসর দেলোয়ার হোসেন খান, সাহিদুর রহমান টেপা, মাইদুল ইসলাম, সুনীল শুভ রায়, মশিউর রহমান রাঙ্গা, মীর আবদুস সবুর আসুদ, হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন, এটিইউ তাজ রহমান, মেজর (অব.) খালেদ আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!