• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌদি নারীরা সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন


আন্তর্জাতিক ডেস্ক    ফেব্রুয়ারি ২৫, ২০১৮, ০৯:২১ এএম
সৌদি নারীরা সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন

ঢাকা: বেশ কিছু দিন হলেই রক্ষণশীল মুসলিম দেশ সৌদি আরবের পরিবর্তনের হাওয়া লেগেছে। ইতোমধ্যে দেশটিতে চলচ্চিত্র প্রদর্শন, নারীদের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা, গাড়ি চালানোসহ অনেক পরিবর্তন হয়েছে, তারই অংশ হিসেবে এবার সেনাবাহিনীতে এখন দেশটির নারীরা যোগ দিতে পারবেন বলে ঘোষণা এসেছে।

দেশটির বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানায়, তবে পুরো সৌদি আরবের নারীদের এ সুযোগ থাকছে না। আপাতত দেশটির চারটি অঞ্চল রিয়াদ, মক্কা, আল-কাসিম ও আল-মদিনার নারীরা এই সুযোগ পাবেন।

আবেদনকারী নারীকে অবশ্যই সৌদি বংশোদ্ভূত হতে হবে। যেসব নারী বিদেশিদের বিয়ে করেছেন তারা আবেদন করতে পারবেন না।

সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মুহাম্মদ বিন সালমান দেশটিকে তেল নির্ভরতা থেকে মুক্ত করে বেসরকারি খাতকে প্রসারিত করতে ধর্মীয় রীতিনীতি ও সামাজিক সংস্কারের উদ্যোগ হিসেবেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!