• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌদিতে নির্যাতন: দেশে ফিরেছেন ৭৮ গৃহকর্মী


প্রবাসে বাংলা ডেস্ক মে ২০, ২০১৮, ০৩:১২ পিএম
সৌদিতে নির্যাতন: দেশে ফিরেছেন ৭৮ গৃহকর্মী

ঢাকা: সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন ৭৮ নারী গৃহকর্মী। শনিবার (১৯ মে) রাত ৯টার দিকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

তাদের বেশিরভাগই সরকারি ভিসায় সৌদি আরব গিয়েছিলেন। কয়েকজন গিয়েছিলেন দালালকে ৪০ থেকে ৬০ হাজার টাকা দিয়ে। যেসব বাসায় কাজ দেয়া হয়েছিল অনেককে ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করতে হতো বলে জানান তারা।

খাবার জুটতো একবেলা দুটি রুটি। সইতে হতো নানা নির্যাতন। এই গৃহকর্মীরা প্রত্যেকেই মালিকের বাড়ি থেকে পালিয়ে বাইরে এসেছেন।

সৌদি পুলিশ তাদের রাস্তা থেকে উদ্ধার করে সেফ হোমে নিয়ে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে। উদ্ধারের ৫ থেকে ৬ মাস পর তাদের দেশে পাঠাল দূতাবাস।


সোনালীনিউজ/জেডআরসি/আকন

Wordbridge School
Link copied!