• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্ত্রীর মনের গোপন কথা জানবেন কীভাবে?


লাইফস্টাইল ডেস্ক জুন ৯, ২০১৬, ০৬:৩৪ পিএম
স্ত্রীর মনের গোপন কথা জানবেন কীভাবে?

দাম্পত্য জীবনে অনেক সময় দেখা যায়, স্ত্রী মুখ ফুটে স্বামীকে কিছু বলতে চান না৷ অথচ তাঁর মনের ভেতর অনেক কথা জমে থাকে৷ স্ত্রী যদি তাঁর মনের কথা স্বামীকে বলতে না পারেন, তাহলে কিন্তু দু’জনের মধ্যে সাময়িক একটা দূরত্ব তৈরি হওয়া স্বাভাবিক৷ তাই স্ত্রী মুখ না খুললেও তাঁর পুরুষসঙ্গীকে বুঝে নিতে হবে, তিনি ঠিক কী বলতে চাইছেন৷ একবার স্ত্রীর মনের কথা আপনি বুঝে ফেলতে পারলে, দেখবেন দাম্পত্য জীবন কেমন তরতরিয়ে এগিয়ে চলেছে৷ এই প্রতিবেদনে কয়েকটি সহজ টিপস দেওয়া হল, যেগুলি মনে রাখলে আপনি সহজেই আপনার স্ত্রীর মনের গোপন কথা জানতে পারবেন৷

১. আনমনা স্ত্রী : কাজ থেকে ফিরে দেখলেন, স্ত্রী আনমনা৷ কথা বলছেন, কিন্তু আপনার চোখে চোখ রেখে নয়৷ তাহলেই বুঝবেন তাঁর মনে কিছু কথা জমে রয়েছে, যেগুলো আপনাকে খুলে বলতে না পারলে তিনি শান্ত হবেন না!

২. স্ত্রীর মুখ ভার : আপনার সঙ্গে কথা বলা তো দূরের কথা, ভাল করে আপনার দিকে তাকাচ্ছেনও না৷ এরকমটা হলেই বুঝবেন, তিনি কিছু বলতে চান৷

৩. সঙ্গমে মন নেই : তীব্র শারীরিক সুখ বিনিময়ের সময়ও তিনি আপনার দিকে মন দিচ্ছেন না৷ শয্যায় এহেন আচরণ দেখলে বুঝে নেবেন, তিনি আপনাকে কিছু দরকারি কথা বলতে চান৷ নারীরা মন খুলে কথা বলতে না পারলে, মিলনের সময়ও অমনোযোগী হয়ে থাকেন৷

৪. সাজগোজ করছেন না : দেখা গেছে, শতকরা ৮০ শতাংশ নারী সাজগোজ করতে ভালবাসেন৷ এমনকী, মন ভাল না থাকলেও তিনি সেজেগুজে থাকতে পছন্দ করেন৷ কিন্তু মনের মধ্যে কিছু কথা জমে থাকলে তিনি সাজগোজেও মন বসাতে পারেন না৷

৫. কথার খেই হারিয়ে ফেলছেন : কোনো একটা বিষয় নিয়ে হয়তো আপনার সঙ্গে স্ত্রীর কথা হচ্ছে৷ কিন্তু কথাবার্তা যতই এগোচ্ছে, আপনি বুঝতে পারলেন স্ত্রী কথার খেই হারিয়ে ফেলছেন৷ তখনই বুঝতে হবে আপনার স্ত্রী আপনাকে কিছু একটা বলতে চাইছেন, কিন্তু কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না৷

এরকম অবস্থায় আপনাকেই হাল ধরতে হবে৷ শান্ত হয়ে বসুন, জোরে শ্বাস টেনে নিন বুকের ভেতর৷ ধৈর্য হারাবেন না৷ স্ত্রীর কাছে ঘেঁষে বসুন, তাঁকে প্রশ্ন করুন কী হয়েছে! তাঁর কথা মন দিয়ে শুনুন৷ আপনার স্ত্রী অন্যের বাড়ি থেকে আসা একজন মেয়ে৷ আপনার বাড়িতে তাঁর কিছু সমস্যা হতেই পারে৷ যেগুলি আপনার বাড়ির অন্যান্য সদস্যদের কাছে তিনি খুলে বলতে পারছেন না৷ আপনাকেই তখন হাল ধরতে এগিয়ে আসতে হবে৷ সূত্র: সংবাদ প্রতিদিন

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!