• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

স্বাস্থ্য ও শিক্ষার মান উন্নয়নে মুন্সীগঞ্জে কাজ করবো: ইউনুছ


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১০, ২০১৬, ১০:৫৫ পিএম
স্বাস্থ্য ও শিক্ষার মান উন্নয়নে মুন্সীগঞ্জে কাজ করবো: ইউনুছ

ঢাকা: ইউনুছ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সোনালীনিউজের প্রকাশক মোহাম্মদ ইউনুছ বলেছেন, ‘আমি বিক্রমপুরের সন্তান। বিক্রমপুরের পরতে পরতে ছড়িয়ে রয়েছে আমার শৈশব-কৈশোরের স্মৃতি। এক পর্যায়ে শিক্ষা আর কর্মসংস্থানের জন্য আমাকে ঢাকায় আসতে হয়েছে। কিন্তু বিক্রমপুর-মুন্সীগঞ্জকে আমি ভুলিনি। তাই স্বাস্থ্য সেবা ও শিক্ষার মান উন্নয়নে বিক্রমপুর মুন্সীগঞ্জের মানুষের পাশে থেকে আজীবন কাজ করতে চাই।’

শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে বিক্রমপুর মুন্সীগঞ্জ কল্যাণ সমিতি আয়োজিত সভায় এসব কথা বলেন মোহাম্মদ ইউনূছ।

সমিতির সাবেক সচিব ফিরোজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোহাম্মদ ইউনুছকে সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মো. শামসুদ্দোহাকে মহাসচিব করে আগামী ২০১৭-১৯ সালের জন্য বিক্রমপুর-মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির ৪১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার পর মোহাম্মদ ইউনুছ তার বক্তব্যে আরো বলেন, ‘আজ আপনারা আমাকে বিক্রমপুর-মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি করেছেন। এ জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনারা জানেন, আগেও আমি এ ধরনের কাজের সঙ্গে ছিলাম। তবে আজকের এ দায়িত্বের মধ্য দিয়ে আমার এলাকার স্বজন-প্রিয়জনের জন্য কল্যাণকর কাজ করার পরিধি আরো বহুগুণ বেড়ে গেলো।’

বিক্রমপুর-মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির সদ্য ঘোষিত সভাপতি বলেন, ‘শুধু এলাকাবাসীর শিক্ষা, স্বাস্থ্য-চিকিৎসা ও কর্মসংস্থানই নয়, বিপদে আপদে, প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। তাহলেই বিক্রমপুর-মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির পথচলা সার্থক হবে। এলাকাবাসীর স্বাস্থ্য আর চিকিৎসা সেবার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য ক্যাম্প স্থাপনের মাধ্যমে আমরা এলাকাবাসীকে এ সেবা দিতে পারি। আমাদের পাশে উপস্থিত সম্মানিত ব্যক্তি, যারা সরকারের উচ্চ পর্যায়ের দায়িত্বে আছেন কিংবা ছিলেন তারা আমাদের সুন্দর পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারেন।’

রাজধানীর অফিসার্স ক্লাবে বিক্রমপুর মুন্সীগঞ্জ কল্যাণ সমিতি আয়োজিত সভা

ইউনুছ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘কর্মসংস্থানের জন্য ঢাকায় এসে অনেক শ্রমঘাম দিয়ে আমি গড়ে তুলেছি ব্যবসা প্রতিষ্ঠান। প্রসারও ঘটিয়েছি। কর্মসংস্থান হয়েছে অনেক মানুষের। দেশের জন্য, দেশের মানুষের জন্য আগেও কাজ করেছি, পাশে দাঁড়িয়েছি। আরো কিছু করার পরিকল্পনা আছে আমার। আমি বিশ্বাস করি, সবার আগে আমার নিজের এলাকা, আমার স্বজন-প্রিয়জন। সারাদেশের মানুষের চেয়ে আমার কাছে তাদের অগ্রাধিকার বেশি।’

নিউজ পোর্টাল সোনালীনিউজের প্রকাশক মোহাম্মদ ইউনুছ আরো বলেন, ‘আমি বিশ্বাস করি, সেবার মনোভাব নিয়ে কাজ করলে যেকোনো সমস্যার সমাধান করা সহজ। মানুষের কল্যাণ কামনায় আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা সবাই মেধা ও প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তি। আপনাদের মেধা, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিক্রমপুর তথা মুন্সীগঞ্জ জেলার ঐতিহ্য বজায় রেখে অগ্রগতি-শান্তি, সমৃদ্ধির জন্য এক সঙ্গে কাজ করে যাবো।’

এসময় সভায় আরো বক্তব্য দেন- সাবেক পররাষ্ট্র সচিব মহসিন আলী খান, সাবেক সচিব ড. মতিউর রহমান, এনবিআর সদস্য ড. মাহবুবুর রহমান, সাবেক সাংসদ মমতাজ বেগম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. সিরাজুল ইসলাম খান, এনার্জি প্যাক’র চেয়ারম্যান এনামুল হক চৌধুরী খরসু, দি ডেইলী নিউজ এজ এর সম্পাদক নুরুল কবির, কমার্স ব্যাংকের সাবেক এমডি নুরুল ইসলাম খান, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ ও সলিসিটর কে এম সলিমুল্লাহ, কর্নেল (অব.) মোতাহার হাসান, প্রফেসর ড. আব্দুস সাত্তার মোল্লা, যুগ্ম সচিব কে এম তারিকুল ইসলাম ও আমজাদ হোসেন ব্যাপারী, অতিরিক্ত ডিআইজি আওলাদ হোসেন, ব্যারিস্টার হারুন অর রশিদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) বজলে কাদের প্রমুখ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!