• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘স্বৈরতান্ত্রিক’ দেশের তকমায় লজ্জিত বিএনপি!


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৪, ২০১৮, ০৩:০৭ পিএম
‘স্বৈরতান্ত্রিক’ দেশের তকমায় লজ্জিত বিএনপি!

ঢাকা: জার্মানি ভিত্তিক একটি গবেষণায় ‘স্বৈরতন্ত্রের’ তালিকায় বাংলাদেশ নাম যুক্ত হওয়ায় বিএনপি লজ্জাবোধ করছে বলে মন্তব্য করেছেন প্রায় ১১ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি এত দিন ধরে যে কথাগুলো বলছিল ‘আজকে তা বিশ্বে স্বীকৃত হয়েছে’ বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (২৪ মার্চ) দুপুরে নয়াপল্টনে লের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফখরুল এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২২ মার্চ) জার্মানির গবেষণা প্রতিষ্ঠান বেরটেলসমান স্টিফটুং এক প্রতিবেদন প্রকাশ করে। ওই তালিকায় নতুন করে পাঁচটি দেশ স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় ঢুকেছে। তার মধ্যে বাংলাদেশও রয়েছে।

ফখরুল বলেন, “জার্মান প্রতিষ্ঠানের গবেষণার ভিত্তিতে বিবিসি অনলাইন একটি নিউজ ছাপিয়েছে যেটা আজ সব পত্রিকায় এসেছে। পৃথিবীর রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশ নিম্নের দিকের পাঁচটি দেশের অন্যতম একটি। যেখানে গণতন্ত্র বিদায় নিয়েছে। এবং স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।”

তিনি বলেন, “এই গবেষণায় আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে, গণতন্ত্রের জন্য লড়াই করে যারা স্বাধীনতা অর্জন করেছিলাম তারা অত্যন্ত লজ্জাবোধ করছি।”

সোনালীনিউজ/জেডআরসি/জেএ

Wordbridge School
Link copied!