• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘হাতুড়ি বাহিনীর’ হামলায় সাংবাদিক হাসপাতালে


যশোর প্রতিনিধি জুন ২০, ২০১৮, ১০:৪৩ পিএম
‘হাতুড়ি বাহিনীর’ হামলায় সাংবাদিক হাসপাতালে

যশোর: জেলার কেশবপুর উপজেলায় হাতুড়ি বাহিনীর হামলায় গুরুতর আহত হয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দি নিউজলাইন পত্রিকার সাংবাদিক হাবীবুর রহমান হাবীব (৪৫)।

বুধবার (২০ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাবীব উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার নওশের আলীর ছেলে।

আহতের স্ত্রী জান্নাতুন নাহার সালমা জানান, মঙ্গলবার (১৯ জুন) কেশবপুরে গ্রামের বাড়ি আসেন হাবীব। বুধবার বেলা ১১টায় একটি মোবাইল মেরামত করতে তিনি শহরের পুরনো গরু হাটের দিকে আসলে হাতুড়ি বাহিনী প্রধান খন্দকার আজিজের নেতৃত্বে মধ্যকুল গ্রামের গণি শেখের ছেলে জামাল ও ভবানীপুর এলাকার আকবার গাজীর ছেলে লিটনসহ ১২/১৪ জন তাকে হাতুড়ি ও লোহার রড দিয়ে বেধড়ক পেটায়।

সালমা আরো জানান, যুবলীগের আহ্বায়ক আলতাফ বিশ্বাসের ছেলে শহীদুজ্জামানের মাদক সেবনের একটি ভিডিও প্রচার করায় হাতুড়ি বাহিনীকে লেলিয়ে দিয়ে এই হামলা করানো হয়েছে।

তবে হামলার নির্দেশদাতা অভিযুক্ত শহীদুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, তার সঙ্গে হাবীবের ভালো সম্পর্ক। তিনি কোনো নির্দেশ দেননি। ঘটনাস্থলেও ছিলেন না।

কেশবপুর থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, সাংবাদিকের ওপর হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!