• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১১৫ জনকে চাকরি দিচ্ছে কৃষি উন্নয়ন করপোরেশন


চাকরির খবর ডেস্ক জানুয়ারি ৩১, ২০১৭, ০৫:১৬ পিএম
১১৫ জনকে চাকরি দিচ্ছে কৃষি উন্নয়ন করপোরেশন

ঢাকা: ‘গুদামরক্ষক’ পদে ১১৫ জন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের চাকরি দিচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন। আগ্রহী প্রার্থীরা আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

তবে বিজ্ঞপ্তি অনুযায়ী খাগড়াছড়ি, বগুড়া, বাগেরহাট ও ঝিনাইদহ জেলার প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন না।

এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ১ ফেব্রুয়ারি, ২০১৭ অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত হতে হবে। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটাধারীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য। নিয়োগপ্রাপ্তদের বেতন দেয়া হবে প্রতি মাসে ১০ হাজার ২০০ টাকা থেকে ২৪ হাজার ৬৮০ টাকা পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা টেলিটকের ওয়েবসাইট (badc.teletalk.com.bd) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। সঠিকভাবে আবেদনের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়মাবলী অনুসরণ করা হবে।

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে-


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!