• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৮ হজ এজেন্সির বিরুদ্ধে জিডি


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩০, ২০১৭, ১০:৩৭ এএম
১৮ হজ এজেন্সির বিরুদ্ধে জিডি

ঢাকা : অভিযুক্ত ১৮টি হজ এজেন্সির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হাফিজুর রহমান। মঙ্গলবার (২৯ আগস্ট) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে যুগ্ম-সচিব এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ভিসা পেয়েও ৩৬৭ জন এবার হজ পালনের জন্য সৌদি আরব যেতে পারেননি। এদের মধ্যে ৯৮ জন ১৮টি হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাদের (অভিযুক্ত এজেন্সি) বিরুদ্ধে তদন্ত করা হবে, দায়ী হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাদের কোনো ছাড় দেয়া হবে না।’

যুগ্ম-সচিব বলেন, ‘এগুলোর বিরুদ্ধে হজ অফিস জিডি করেছে। জিডির সূত্র ধরে মামলা করতে পারি। তদন্তের পর মামলা করব।’

উল্লেখ্য, চলতি বছর কয়েকটি হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়ম ও প্রতারণার অভিযোগে ওঠে। তাদের অনিয়মের কারণে অনেক হজযাত্রীকে চরম ভোগান্তি পোহাতে হয়। এ বছর বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া হজ ফ্লাইট শেষ হয়েছে গত সোমবার (২৮ আগস্ট)। পবিত্র হজ পালনে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ২২৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। পবিত্র হজ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!