• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

২৪ ঘণ্টা এখনো শেষ হয়নি : রিজভী


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১০, ২০১৭, ০৬:০৫ পিএম
২৪ ঘণ্টা এখনো শেষ হয়নি : রিজভী

ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার রহস্য উদঘাটন না হওয়ার সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সে সময় ঘটনাস্থলে গিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আসামিদের ধরার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন। সেই ৪৮ ঘণ্টা এখনো শেষ হয়নি। 

শুক্রবার(১০ ফেব্রুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিইসি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। বক্তব্যর এক পর্যায়ে সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, গত পাঁচ বছরেও সাংবাদিক সাগর-রুনি দম্পতি হত্যা মামলার রহস্য উদ্ঘাটন হয়নি। সরকারের সীমাহীন অবহেলায় ধামাচাপা দেয়ার চক্রান্ত্রের আবর্তে পড়ে আছে সাগর-রুনী হত্যা মামলাটি। গত পাঁচ বছরে ৪৬ বার সময় নিয়েও আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এতে বুঝা যায় হত্যাকাণ্ডের সঙ্গে রাঘব-বোয়ালরা জড়িত।

সোনালীনিউজ/আতা

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!