• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৩৫তম নন ক্যাডারে আরও ১৪৬৬ জন নিয়োগ


নিজস্ব প্রতিবেদক জুলাই ২০, ২০১৭, ০৮:৩৩ পিএম
৩৫তম নন ক্যাডারে আরও ১৪৬৬ জন নিয়োগ

ঢাকা: ৩৫তম বিসিএস উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে আরও ১৪৬৬ জনকে দ্বিতীয় শ্রেণিতে নন ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।

বৃহস্পতিবার (২০ জুলাই) এক জরুরি বৈঠকে পিএসসি এ সিদ্ধান্ত নেয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।

তিনি বলেন, বৈঠকে ৩৫তম বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে নন ক্যাডারে ১ হাজার ৪৬৬ জনকে নিয়োগের সিদ্ধান্ত হয়। এতে সমাজসেবা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তা, তথ্য কর্মকর্তা, শ্রম পরিদর্শকসহ ইত্যাদি পদ রয়েছে।

এর মাধ্যমে ৩৫তম বিসিএসের নন ক্যাডারে নিয়োগপ্রক্রিয়া শেষ হয়েছে জানিয়ে পিএসসি চেয়ারম্যান বলেন, এ নিয়োগের মাধ্যমে নন ক্যাডারে অপেক্ষমাণ সবাই চাকরি পেলেন। এরপর ৩৬তম বিসিএসের ক্যাডার ও নন ক্যাডারের কার্যক্রম শুরু হবে।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!