• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

৩৬ হাজার টাকায় বিক্রি হলো ফুটপাতের মাছটি


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৭, ২০১৭, ০৯:৫৪ পিএম
৩৬ হাজার টাকায় বিক্রি হলো ফুটপাতের মাছটি

ঢাকা: ধানমন্ডির ফুটপাতে ৪৫ কেজি ওজনের এক বিশাল বাঘা আইড় মাছের দেখা মিলল। আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) ফুটপাতে বাঁশের তৈরি খাঁচির ওপর বিশাল এক বাঘা আইড় দেখে সবাই অবাক। মাছটি বিক্রি হলো ৩৬ হাজার টাকায়।

ওই মাছ দেখার জন্য আজ বেলা ১১টার দিকে লোকজন ভিড় জমায়। মাছটির ভারসাম্য রাখতে মাথা ও লেজ এক দড়িতে বাঁধা। মাছের মালিক ব্যবসায়ী মো. সাইদুল। বাড়ি গাইবান্ধার বালাশীঘাট। তার কাছে দর্শনার্থীরা জানতে চান, কোত্থেকে এল এত বড় মাছ? মূলত বড় মাছ পেলে তা জেলের কাছ থেকে কিনে লাভের জন্য ঢাকায় নিয়ে আসেন তিনি।

সাইদুল জানান, বুধবার সন্ধ্যার দিকে গাইবান্ধার যমুনা নদীতে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। প্রায় ৪৫ কেজি ওজনের মাছটি ৩০ হাজার টাকায় জেলের কাছ থেকে কিনে নেন তিনি। তারপর মাছ নিয়ে সোজা ঢাকায় চলে আসেন। ধানমন্ডির ২৭ নম্বরে মাছটি নামানোর পর লোকজনের ভিড় জমে যায়।

কেনার আগ্রহ ও সামর্থ থাকুক আর না-ই থাকুক, দর্শনার্থীরা মাছটির দরদাম করতে থাকেন। ব্যবসায়ী সাইদুলকে বারবার মাছের দাম বলতে বলতে হয়রান হতে হয়- কেজি ৮০০ টাকা, প্রতি কেজি ৮০০ টাকা। অনেকে হাতের তর্জনী দিয়ে একটু গুতো মেরে মাছটি পরখ করে দেখতে থাকেন।

এদিকে বেলা ২ টার দিকে তিনি জানান, ধানমন্ডি এলাকার একটি অফিসের লোকজন ৩৬ হাজার টাকায় মাছটি কিনেছেন। তারা সবাই ভাগ করে মাছটি নেবেন।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!