• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৯ উপজেলায় ২৬ মাদক ব্যবসায়ীসহ আটক ৪৩


বাগেরহাট প্রতিনিধি মার্চ ৯, ২০১৭, ০২:২৩ পিএম
৯ উপজেলায় ২৬ মাদক ব্যবসায়ীসহ আটক ৪৩

বাগেরহাট: বিশেষ অভিযান চালিয়ে ৪৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ মার্চ) রাতে পুলিশ জেলার ৯টি উপজেলার বিভিন্ন এলাকায় ওই অভিযান পরিচালনা করে। আটকদের মধ্যে ২৬ জন মাদকব্যবসায়ী রয়েছে। আটককৃতদের কাছ থেকে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।

আটকদের মধ্যে বাগেরহাট সদরে ১২, ফকিরহাটে ৫, মোরেলগঞ্জে ৪, চিতলমারীতে ২, কচুয়ায় ৩, মোল্লাহাটে ৪ শরণখোলায় ২, রামপালে ৬ এবং মোংলা উপজেলায় ৫ জন রয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, সন্ত্রাসী, অপরাধী, অস্ত্রধারী এবং মাদক বিক্রেতাদের ধরতে বাগেরহাটে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে।  বুধবার রাতে অভিযান চলাকালে ৪৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ২৬ জন মাদক ব্যবসায়ী এবং ১৭ জন বিভিন্ন মামলার পলাতক আসামি। জেলার সব এলাকায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

আটকদের সংশ্লিষ্ট থানায় রেখে জিজ্ঞাসাবাদ শেষে বাগেরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!