• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরগুনায় জোসনা উৎসব


এম এ আজিম, বরগুনা নভেম্বর ২৪, ২০১৮, ০১:১০ পিএম
বরগুনায় জোসনা উৎসব

প্রতিকি ছবি

বরগুনা: পূর্নিমার চাঁদকে ঘিরে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে রাত ভর জোসনা উৎসব। জোসনার আলোয় সমুদ্র তীরে নাচ, গান, পুথি পাঠ ও ফানুস উড়ানোসহ নানা আয়োজনে উল্লাসে মেতে উঠেন জোসনা প্রেমী হাজারো মানুষ। তাদের মতে জোসনা উৎসব বাঙ্গালি উৎসব তালিকায় নতুন মাত্রা যোগ হয়েছে। আর আয়োজকরা বলছেন, জোসনা উৎসব শুধু বরগুনায় নয় এ বছর দেশব্যাপী সারা ফেলেছে।

সমুদ্রপারের স্নিগ্ধ বেলাভূমিতে নাচরে মধ্যদিয়ে দিনের সূর্য্যকে বিদায় দিয়ে বরণ করা হয় পূর্নিমার চাঁদকে। জোসনার আলোয় শুরু হয় জোসনা উৎসব। আকাশে উড়তে থাকে একের পর এক বর্নিল ফানুস, উচ্ছাসিত হয় সমুদ্রপাড়ে জোসনা প্রেমি হাজারো মানুষ। সমুদ্রে ভাসানো হয় প্রদীপ। আর সমুদ্র তীরে রাতভর চলে পুথি পাঠ, গান, কবিতা ও নাচ।

জোসনা উৎসব দেশের মধ্যে নয় বিশ্ব ব্যাপি ছড়িয়ে দয়োর প্রত্যাশা বরগুনা জেলা প্রশাসক কবির মাহমুদের।

২০১৫ সাল থেকে গত তিন বছর বরগুনার বিভিন্ন নদীতে সোহেল হাফিজ নামের স্থানিয় এক সাংবাদিকের উদ্দোগে জোছনা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছিল। এ বছরই প্রথম এ উৎসবটি সরকারভিাবে বরগুনা জেলা প্রশাসনরে আয়োজনে অনুষ্ঠতি হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!