• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্পেনে একদিনে ৭৩৮ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২৬, ২০২০, ০৯:২০ এএম
স্পেনে একদিনে ৭৩৮ জনের মৃত্যু

ঢাকা : করোনা ভাইরাস জেকে বসেছে স্পেনে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে ৭৩৮ মারা গেছে। তাতে চীনকেও ছাড়িয়ে গেছে দক্ষিণ-পশ্চিম ইউরোপের দেশটি। আটলান্টিক পাড়ের দেশটিতে মোট মৃতের সংখ্যা এখন ৩ হাজার ৪৩৪ জন। আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৬১০ জন। 

বৃহস্পতিবার (২৫ মার্চ) এই ডব্লিউএইচও এই তথ্য জানিয়েছেন। 

দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫৫২ জন। মঙ্গলবার স্পেনে মোট মৃতের সংখ্যা ছিল ২ হাজার ৬৯৬ জন। আর মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩৯ হাজার ৬৭৩।

সবচেয়ে বেশি মৃতের তালিকায় চীনকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে স্পেন। ৭ হাজার ৫০৪ জন নিয়ে শীর্ষে আছে ইতালি। চীনে ৮১ হাজার ২১৮ জন আক্রান্ত হলেও মারা গিয়েছিল ৩ হাজার ২৮১ জন। গেল বৃহস্পতিবার থেকে সেখানে নতুন করে আর কেউ আক্রান্ত হয়নি।

বিশ্বের ১৯৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাস। বিশ্বব্যাপী কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা ২০ হাজার ৮২২ জন ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৯ হাজার ৭৯৩ জন। তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১৩ হাজার ৭৭৬ জন।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!