• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
প্রাণহানি বেড়ে ১২৫

টানাবর্ষণে পাহাড়ে বিপর্যয়, লাশ আর লাশ


চট্টগ্রাম প্রতিনিধি জুন ১৩, ২০১৭, ১০:৪৫ পিএম
টানাবর্ষণে পাহাড়ে বিপর্যয়, লাশ আর লাশ

চট্টগ্রাম: দুদিনের টানা বর্ষণে পার্বত্য অঞ্চলের তিন জেলায় ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। পাহাড়ধসের ঘটনায় চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবানে নিহতের সংখ্যা হু হু করে বাড়ছে।

মঙ্গলবার (১৩ জুন) রাত পৌনে ৯টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ সচিব জি এম আবদুল কাদেরের কাছে তিন জেলায় পাহাড় ধসের ঘটনায় দুই সেনা কর্মকর্তাসহ ৯৪ জনের লাশ উদ্ধারের খবর আসে।

প্রাপ্ত তথ্য অনুয়ায়ী নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কার কথা গণমাধ্যমকে জানিয়েছিলেন তিনি। তবে ওই সময় পর্যন্ত স্থানীয় কর্মকর্তারা রাঙামাটিতে ৮৮ জন, চট্টগ্রামে ৩০ জন এবং বান্দরবানে সাতজন নিহতের খবর গণমাধ্যমকে নিশ্চিত করেন।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত ১১ জুন থেকে সারাদেশে বৃষ্টি হয়েছে। এরমধ্যে ভারী বৃষ্টিপাত চলছে দক্ষিণ পূর্বের জেলাগুলোতে। প্রবলবর্ষণের কারণে পাহাড়ি ঢল নামে। এতে ১২ জুন রাতে পরিস্থিতি নাজুক হয়ে পড়ে। বৃষ্টির পানিতে নিচের মাটি সরে গিয়ে পাহাড়ি জেলাগুলোতে পাহাড় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

তবে বিবিসির খবরে বলা হয়েছে, বাংলাদেশে অতি বর্ষণে পাহাড় ধসে রাঙামাটি, বান্দরবান এবং চট্টগ্রামে ১০৭ জন নিহত হবার খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে রাঙামাটিতে। সেখানে ৭৫ জন নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ সুপার। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

এ ছাড়া নিহতদের মধ্যে সেনাবাহিনীর চার জন সদস্য রয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার। তারা মানিকছড়ি ক্যাম্পে কর্মরত ছিলেন।

ঢাকায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, নিহতদের মধ্যে সেনাবাহিনীর দুজন অফিসার রয়েছে। এখনো কয়েকজন সেনা সদস্য নিখোঁজ আছে বলে তারা জানিয়েছেন। তবে সেনা সদস্য নিহত হবার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!