• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

‘সোনাবন্ধু’ নিয়ে হতাশ পপি


বিনোদন প্রতিবেদক সেপ্টেম্বর ৪, ২০১৭, ০১:২০ পিএম
‘সোনাবন্ধু’ নিয়ে হতাশ পপি

ঢাকা: ঈদের দিন থেকে সারাদেশে প্রায় ৪০টি হলে মুক্তি পেয়েছে ‘সোনাবন্ধু’। ছবির দুই নায়িকার একজন চিত্রনায়িকা পপি। ‘সোনাবন্ধু’ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী হতাশা প্রকাশ করে বলেন, হ্যারি পটারের যুগে এ ধরনের ছবি দেখার ব্যাপারে দর্শকের যে খুব বেশি আগ্রহ হবে, তা আমার মনে হয়নি।

এছাড়া সম্পাদনার টেবিলে নিয়ে ছবিটি অনেক কাটাকাটি করা হয়েছে। ছবিতে আমার চরিত্রের অনেক কিছুই বাদ দেওয়া হয়েছে। ছবির গল্প আর চিত্রনাট্য দেখে আমি অভিনয় করতে রাজি হয়েছি। ছবির মূল চিত্রনাট্য আমার কাছে এখনো আছে। শুটিং সেভাবেই হয়েছে। কিন্তু মুক্তির কয়েক দিন আগে যখন ছবিটি দেখতে বসি, তখন শুটিংয়ের সঙ্গে পর্দার অনেক কিছুই মেলাতে পারছিলাম না।

সম্পাদনার সময় আমার চরিত্রের চার ভাগের তিন ভাগই ফেলে দেওয়া হয়েছে। একজন শিল্পীর জন্য তা খুবই অপমানজনক। আমার চরিত্রকে খুবই সাধারণ করা হয়েছে। পর্দায় যাঁরা ছবিটি দেখবেন, তাঁরা আমার চরিত্রটি দেখে হতাশ হবেন। আমি নিজেও হতাশ হয়েছি।তারপরও ‘সোনাবন্ধু’র জন্য আমার শুভকামনা রইল। এ সপ্তাহে হলে গিয়ে দেখার ইচ্ছে আছে।

এদিকে তিন বছর পর ঢাকায় ঈদ করেছেন পপি।তিনি বলেন, ‘বছরের দুটি ঈদ আমি দাদার বাড়ি খুলনায় পালন করি। বছর তিনেক পর এবার ঢাকায় ঈদ করেছি। কারণ, এবার আমার অভিনীত ছবি ঈদে মুক্তি পেয়েছে। মুক্তির আগে ও পরে ছবির প্রচার নিয়ে বিভিন্ন চ্যানেলে গিয়েছি।’

১৯৯৭ সাল থেকে কোরবানি দেন পপি। এবার খুলনায় কোরবানি দিয়েছেন। আর বাবা-মা ঢাকায় দিয়েছেন।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!