• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বিসিবি নির্বাচন: ভোটগ্রহণ চলছে


ক্রীড়া ডেস্ক অক্টোবর ৩১, ২০১৭, ১১:১২ এএম
বিসিবি নির্বাচন: ভোটগ্রহণ চলছে

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ১০টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনের প্যানেলের বাইরে তেমন কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় নির্বাচন হবে শুধু ঢাকা ও বরিশাল বিভাগে। ঢাকায় দুই পরিচালক পদের জন্য লড়ছেন চারজন প্রার্থী। 

আর বরিশাল বিভাগে একটি পদের জন্য লড়বেন দু’জন ক্রীড়া সংগঠক। ভোটের লড়াইকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন দুই বিভাগের প্রার্থীরা।

বিসিবি’র নির্বাচনী আমেজ কিছুটা হলেও ধরে রেখেছে ঢাকা ও বরিশাল বিভাগের তিন পরিচালকের পদ। ২৫ পরিচালকের মধ্যে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২২ জন নির্বাচিত হয়েছেন।

বরিশালে একটি পদের জন্য লড়বেন আগের পরিচালনা পর্ষদের পরিচালক এম এ আওয়াল চৌধুরী ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি আলমগীর খান। ঢাকায় ভোট দেবেন ১৮ জন আর বরিশালে ৭ জন কাউন্সিলর। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!